National

দেশে ক্যাশলেস ডিজিটাল লেনদেন চালু করতে আধার পে, ভীম অ্যাপে জোর

দেশে আর্থিক লেনদেনকে ডিজিটাল করতে কেন্দ্র যে বদ্ধপরিকর তা প্রধানমন্ত্রী থেকে অর্থমন্ত্রী বারবার বুঝিয়ে দিয়েছেন। সেকথা মাথায় রেখে এবার বাজেটে দেশকে ডিজিটালের দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য থাকল একগুচ্ছ প্রস্তাব। মোবাইল ফোন নেই, ই-ওয়ালেট তাও নেই, নেই ডেবিট কার্ডও! কিন্তু তার পরও ডিজিটাল পেমেন্ট সম্ভব করতে আধার এনাবেলড আধার পেমেন্ট সিস্টেম চালু করা হবে বলে বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী। একে আধার পে হিসাবে চিহ্নিত করা হয়েছে। কালো টাকা চিহ্নিত করতে গড়া বিশেষ তদন্তকারী দলের প্রস্তাব মেনে এবারের বাজেটে ঘোষণা করা হয়েছে ৩ লক্ষ টাকার ওপর কোনও লেনদেন নগদে করতে পারা যাবে না। এছাড়া ক্যাশলেস অর্থনীতি চালু করতে সরকার ভীম অ্যাপ চালু করেছে। ইতিমধ্যেই ১ কোটি ২৫ লক্ষ মানুষ সেই অ্যাপ ব্যবহার করছেন। এবার সেই অ্যাপের আওতায় আরও দুটি স্কিম চালু করতে চলেছে সরকার। ক্যাশলেসকে আরও গ্রহণযোগ্য করে তুলতে সরকার পিওএস বা পয়েন্ট অফ সেল ডিভাইস বা ফিঙ্গার প্রিন্ট রিডারের মত যন্ত্রের ওপর থেকে যাবতীয় কর তুলে নিচ্ছে। এছাড়া ব্যাঙ্কগুলিও ১০ লক্ষ পয়েন্ট অফ সেল টার্মিনাল গড়ে তোলার লক্ষ্যমাত্রা ধার্য করেছে মার্চ ২০১৭-র মধ্যে বলে জানান অর্থমন্ত্রী। এছাড়া ভারত নেট প্রকল্পের অধীনে ২০১৭-১৮ অর্থবর্ষে ১ লক্ষ ৫০ হাজার গ্রামে হাই স্পিড ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেওয়া হবে বলে বাজেটে ঘোষণা করা হয়েছে।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button