কর্পোরেট ট্যাক্সে সুবিধা দিলেও টিভি ও মোবাইলের ক্ষেত্রে বহিঃশুল্ক বৃদ্ধি করা হয়েছে। ফলে আগামী দিনে টিভি ও মোবাইলের দাম বাড়ছে। এছাড়া আমদানিকৃত জিনিসের ক্ষেত্রে ১০ শতাংশ সারচার্জ রয়ে গেছে। অন্যদিকে আমজনতার মাথায় হাত ফেলে বাড়ছে ভোজ্য তেলের দাম। এছাড়া দাম বাড়ছে লাইটার, বাস ও ট্রাকের টায়ার, সানগ্লাস, খেলনা, ইমিটেশন গয়না, ঘড়ি, সিল্কের কাপড়, স্মার্টওয়াচ, ল্যাম্প, সুইমিং পুলের সরঞ্জাম, ট্রাই সাইকেল, স্কুটার, গাড়ি, মোটরবাইক, হিরের গয়না, সানস্ক্রিন, দাঁত পরিস্কারের সুতো, মাজন, টয়লেট স্প্রে, ম্যাটট্রেস, খেলার জিনিস, ভিডিও গেম, ইলেকট্রিক বিল, মোবাইল বিল, ডেবিট কার্ডে কেনাকাটা, ফ্রুটজুস, ঘুড়ি, মোমবাতি, এলসিডি ও এলইডি প্যানেল, জুতো, পারফিউম সহ বেশ কিছু জিনিসের।
অন্যদিকে কমছে সোলার প্যানেল, ডিজেল, পেট্রোল, বীমার খরচ, কাজুবাদামের দাম। ফলে দাম বাড়ছেই বেশি। তুলনায় দাম কমার তালিকাটা নেহাতই নগণ্য। আবার যেসব জিনিসের দাম বাড়ছে তার প্রতিটিই মানুষের দৈনন্দিন জীবনের সাথী। ফলে সবমিলিয়ে সুরাহা নয়, বরং আমজনতার মাথায় হাতের বন্দোবস্তই হল বাজেটে।