Business

স্বাস্থ্যে নজর, যক্ষ্মা রোগীদের জন্য চিকিৎসা ভাতা, হাত বাড়ালে স্বাস্থ্য পরিষেবা

দেশে এমন অনেক এলাকা রয়েছে, প্রত্যন্ত গ্রাম রয়েছে, যেখান থেকে রোগীকে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে গেলেও কয়েক কিলোমিটার যেতে হয়। ফলে সঠিক সময়ে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হন বহু মানুষ। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় তাই এবার ঘরের কাছে হাত বাড়ালেই চিকিৎসা কেন্দ্র গড়ার উদ্যোগ নিল কেন্দ্র। বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী জানান এই প্রকল্পে দেড় লক্ষ চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হবে। ব্যয় করা হবে ১২০০ কোটি টাকা। এছাড়া প্রতি ৩টি লোকসভা কেন্দ্র পিছু অন্ততপক্ষে একটা মেডিক্যাল কলেজ নির্মাণের কথাও এদিন ঘোষণা করেন অর্থমন্ত্রী। এমন ২৪টি মেডিক্যাল কলেজ গড়ে তোলা হবে বলে জানান তিনি।

সাধারণভাবে দেখা যায় দেশের দরিদ্র জনসাধারণের মধ্যেই যক্ষ্মা রোগের প্রাদুর্ভাব বেশি। আর্থিক সমস্যার কারণে যক্ষ্মার চিকিৎসার পাশাপাশি যে পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়া দরকার তা একজন রোগী অনেক সময়েই জোটাতে পারেননা। তাই তাঁদের চিকিৎসা চলাকালীন যাতে পুষ্টিকর খাবার বা ওষুধ কিনতে সমস্যা না হয় সেকথা মাথায় রেখে তাঁদের মাসিক ৫০০ টাকা করে ভাতা দেওয়ার কথা এদিন ঘোষণা করেন অর্থমন্ত্রী। এ বাবদ ৬০০ কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button