জাতীয় স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের অধীনে ১০ কোটি পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক হাসপাতাল খরচ দেওয়ার কথা ঘোষণা করল সরকার। ওই পরিবারের কেউ হাসপাতালে ভর্তি হলে হাসপাতাল খরচ ৫ লক্ষ টাকা পর্যন্ত টানবে সরকার। এদিন বাজেট পেশ করতে গিয়ে অরুণ জেটলি এই ঘোষণা করে জানান এতে প্রায় ৫০ কোটি মানুষ উপকৃত হবেন। যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ। দেশের দরিদ্র মানুষজনের জন্য এই ঘোষণা অনেকটাই স্বস্তির বলে মনে করছেন অর্থমন্ত্রী। দেশের দরিদ্র মানুষের বোধগম্যের জন্যই হয়তো এই অংশ অর্থমন্ত্রী হিন্দিতেও বলেন। আর এখানেই ভোটমুখী বাজেটের ইঙ্গিত পাচ্ছেন বিরোধীরা।
তাঁদের দাবি এদিন বাজেটে বিশেষ কিছু অংশ হিন্দিতে বলার মানে কৃষক ও দরিদ্র মানুষকে বোঝানো যে সরকার তাদের জন্য কত কিছু করছে দেখ। পাশাপাশি তাঁদের দাবি এত বড় প্রকল্পের কথা ঘোষণা করে দেওয়াই যায়। কিন্তু এর বাস্তব রূপায়ণ কঠিন। কারা এই সুবিধা পাবেন তা চিহ্নিতকরণের কোনও সঠিক দিশা দেওয়া হয়নি বাজেটে। ফলে এটা কেবলই ভোট টানার চমক বলে মনে করছেন তাঁরা। অর্থনৈতিক বিশেষজ্ঞরাও মানছেন এটা ঠিক যে এই ঘোষণার বাস্তবায়ন কঠিন এবং দীর্ঘমেয়াদি। কিন্তু এই প্রকল্প সত্যি কার্যকর হলে তা অবশ্যই দেশবাসীর জন্য খুব বড় স্বস্তির কারণ হবে।