ভারতে বহু ছোট ব্যবসায়ী রয়েছেন। যাঁরা অনেকে দোকান চালান বা কোনও ছোট ব্যবসা চালান। এঁদের অনেকেরই বার্ষিক টার্নওভার দেড় কোটি টাকা পার করে না। এঁদের জন্য পেনশন চালু করার কথা বাজেটে প্রস্তাব করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর মোদী সরকারের প্রথম বাজেট পেশ ছিল শুক্রবার। যদিও এটা অন্তর্বর্তী বাজেট। তবে এই বাজেট থেকেই আগামী ৫ বছরে তাঁদের পথচলার গতিপ্রকৃতি পরিস্কার করে দিল মোদী সরকার।
ছোট ব্যবসায়ীদের জন্য পেনশন চালু করতে তাঁদের তালিকাবদ্ধ করা হবে। যেখানে তাঁদের দিতে হবে একটি স্বঘোষণা, আধার কার্ড নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। এদিকে তথাকথিত বড় ব্যবসায়ী, যাঁদের বার্ষিক টার্নওভারের অঙ্কটা বেশি তাঁদেরও কর দানের ক্ষেত্রে উর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। এতদিন ২৫০ কোটি টাকার বার্ষিক টার্নওভারের ওপর দিতে হত ২৫ শতাংশ কর। আগামী দিনে ৪০০ কোটি টাকা টার্নওভার পর্যন্ত দিতে হবে ২৫ শতাংশ কর। অর্থাৎ বার্ষিক টার্নওভার ২৫০ কোটি পার করলে যে করের ধাপ পরিবর্তন হত এখন তা ৪০০ কোটি পর্যন্ত অপরিবর্তিত থাকবে।
সাধারণ মানুষের ক্ষেত্রে আয়কর ছাড়ের সীমা যেটা ৫ শতাংশ করা হয়েছিল তা অপরিবর্তিতই রেখেছে কেন্দ্র। তবে যাঁদের বার্ষিক আয় ২ কোটি থেকে ৫ কোটি বা ৫ কোটির বেশি তাঁদের ক্ষেত্রে আয়করের ওপর সারচার্জ বসেছে নতুন করে। ফলে তাঁদের বছরে কর বাবদ আরও একটু বেশি টাকা গুনতে হবে। এছাড়া সঠিক সময়ে কর দান না করলে কড়া পদক্ষেপ হবে বলেও জানানো হয়েছে বাজেটে। এদিন অবশ্য দেশের করদাতাদের অভিনন্দন জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁদের সততার তারিফ করেছেন। এটাও জানিয়েছেন, এই আর্থিক বছরে আয় করের অঙ্ক বেড়েছে। এটা অবশ্যই কেন্দ্রীয় কোষাগারের জন্য ভাল খবর। কর দানও আরও সহজ করার ওপর জোর দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।