Business

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে ৭০ লক্ষ কোটি, অনলাইন পেমেন্টে আর নয় চার্জ

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির পুনরুজ্জীবনে আরও টাকা ঢালছে কেন্দ্র। শুক্রবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে আরও ৭০ লক্ষ কোটি টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। যাতে ব্যাঙ্কগুলি আরও বেশি পরিমাণে তাদের খুচরো ব্যবসায় জোর দিতে পারে। এমনিতেই অবশ্য রেপো রেট কমিয়ে ব্যাঙ্কগুলিকে সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। তারওপর ব্যাঙ্কগুলির জন্য আরও ৭০ লক্ষ কোটি টাকা অবশ্যই ব্যাঙ্কিং সেক্টরের জন্য খুশির খবর।

যে কোনও ব্যাঙ্কের এনপিএ-র খবর বড় চিন্তার কারণ। এই নন পারফর্মিং অ্যাসেট যাতে কমে তার চেষ্টা সবসময় থাকে। এবার সেই এনপিএ ১ লক্ষ কোটি টাকা কমেছে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এটা অবশ্যই খুব ভাল খবর ব্যাঙ্কিং সেক্টরের জন্য। এনপিএ কমানো নিয়ে সরকারও বারবার চিন্তা ব্যক্ত করেছে। এবার কিছুটা হলেও সেই এনপিএ থেকে রেহাই মিলেছে।


মোদী সরকার প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই অনলাইনে পেমেন্ট বা ব্যাঙ্কিং-এ জোর দিয়ে আসছে। দেশে অনলাইন লেনদেন বাড়াতে এবার তাই আরও উদ্যোগী হল সরকার। অনলাইন লেনদেনে এতদিন গুনতে হত আলাদা চার্জ। ঘরে বসে এই সুবিধা উপভোগ করার চার্জ হিসাবেই তা এতদিন মেনে নিতেন মানুষজন। তবে ক্ষোভও ছিল। বাজেটে এদিন অর্থমন্ত্রী ঘোষণা করেন আগামী দিনে অনলাইন লেনদেনে কোনও আলাদা চার্জ লাগবে না। এটা অবশ্যই অনলাইন লেনদেনে মানুষর উৎসাহ বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button