Business

বীমায় ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ, এনআরআইদের জন্য আধার

বিদেশি বিনিয়োগে যে জোর দেওয়া বিজেপি সরকারের অন্যতম নীতি তা ২০১৪ সালের পর থেকে নানা ক্ষেত্রে তাদের পদক্ষেপ থেকে মানুষের কাছে পরিস্কার। বিদেশি বিনিয়োগ ও বিলগ্নিকরণে উৎসাহ বিজেপি সরকারের নীতিগত দিকের ইঙ্গিতই বহন করে। এবার বাজেটেও তার ইঙ্গিত মিলল। বীমা ক্ষেত্রে কেন্দ্র ১০০ শতাংশ এফডিআই-এ ছাড়পত্রের রাস্তায় হেঁটেছে এদিন। এছাড়া সিঙ্গল ব্র্যান্ড রিটেলে এফডিআই-এর দরজা আরও খুলে দেওয়া হয়েছে।

শুক্রবার বাজেটে জোর দেওয়া হয়েছে বিলগ্নিকরণেও। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, কেন্দ্র আগামী দিনে স্ট্র্যাটেজিক ডিজইনভেস্টমেন্ট-এ আরও বেশি করে জোর দিতে চলেছে। স্ট্র্যাটেজিক ডিজইনভেস্টমেন্ট বা কুশলী বিলগ্নিকরণের রাস্তায় হেঁটে এয়ার ইন্ডিয়াকে বিলগ্নিকরণের ইঙ্গিত স্পষ্ট করে দেন তিনি। এমনিতেই কেন্দ্রীয় বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়া ধুঁকছে। ফলে তা বেসরকারি হাতে তুলে দেওয়ার উদ্যোগ শুরু হয় আগেই।


অর্থমন্ত্রী এদিন আরও একটি বিষয়ে জোর দেন। ভারতের বাইরে থাকা মানুষজন। যাঁরা দেশের বাইরে রয়েছেন তাঁদের এনআরআই বলেই চেনেন সকলে। সে কর্মসূত্রে হোক বা বিবাহসূত্রে অথবা অন্য কারণে দেশের বাইরে থাকেন বহু ভারতীয়। তাঁদের এবার আধার প্রদানের বন্দোবস্তের রাস্তায় হাঁটল কেন্দ্র। পাসপোর্ট থাকলেই তাঁদের আধার কার্ড দেওয়া হবে বলে জানানো হয়েছে। তাঁরা ফিরলেই তাঁদের দ্রুত আধার দেওয়া হবে। এজন্য তাঁদের একেবারই অপেক্ষা করতে হবে না বলে নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button