দেশবাসীর জন্য বিশ্বমানের ট্রেন ভারতের মাটিতে চালু করার পরিকল্পনাকে কিছুটা হলেও বাস্তবায়িত করতে চলেছে কেন্দ্র। শুক্রবার বাজেট পেশ করতে গিয়ে পীযূষ গোয়েল বলেন কিছুদিনের মধ্যেই দেশবাসী বিশ্বমানের ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস দেখতে পাবেন। ট্রেনটি সেমি হাই স্পিড। ফলে তার গতি নেহাত কম হবেনা। সঙ্গে থাকবে তার নতুন দর্শন।
রেল বাজেটে এই ঘোষণা ছাড়া এদিন অর্থমন্ত্রী ভারতীয় রেলের পরিকাঠামো উন্নয়নে ৬৪ হাজার ৫৮৭ কোটি টাকা বরাদ্দ করেছেন। প্রসঙ্গত পীযূষ গোয়েল অর্থমন্ত্রীর পাশাপাশি রেলমন্ত্রীও।
ভারতীয় রেলের ইতিহাসে ২০১৮-১৯ অর্থবর্ষকে সবচেয়ে সুরক্ষিত বছর হিসাবে এদিন চিহ্নিত করেন পীযূষ গোয়েল। সেইসঙ্গে এদিন তিনি জানান, দেশে যত প্রহরীবিহীন লেভেল ক্রসিং আছে তা সামনের বছর আর থাকবে না।