Business

ভারতের সিনেমা জগতের জন্য দারুণ ঘোষণা বাজেটে

ভারতীয় সিনেমার অনেক তারকাই কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। তাঁদের সমস্যার কথা জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের সেই বৈঠক যে ফলপ্রসূ হয়েছিল তা বোঝা গেল বাজেটে। ভারতের একটি অন্যতম কর্মসংস্থান সৃষ্টিকারী শিল্প হল সিনেমা শিল্প। ফিল্ম ইন্ডাস্ট্রিকে অবশ্য একটা সিনেমা বানাতে গেলে সরকারি ছাড়পত্রের নানা জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়। সেই সমস্যা কিছুটা হলেও মেটানোর চেষ্টা রইল এবারের বাজেটে।

অন্তর্বর্তী অর্থমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, এতদিন বিদেশি সিনেমা প্রস্তুতকারকদের ক্ষেত্রে ভারতে কাজ করতে গেলে প্রয়োজনীয় সব ছাড়পত্র সিঙ্গল উইন্ডো সিস্টেমে দেওয়া হত। কিন্তু এই সুযোগ ভারতীয় সিনেমা প্রস্তুককারকদের জন্য ছিলনা। এবার থেকে ভারতীয় সিনেমা তৈরির ক্ষেত্রেও এই সিঙ্গল উইন্ডো সিস্টেমে সরকারি ছাড়পত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র মিলবে।


সিনেমা কপি করে আগেই তা বাজারে ছেড়ে দেওয়া নিয়ে সমস্যা নতুন নয়। এই চুরি আটকাতে সিনেমাটোগ্রাফ আইনে অ্যান্টি-ক্যামকর্ডিংয়ের সংস্থান আনছে সরকার। যাতে এই পাইরেসি সমস্যায় লাগাম পরানো যায়।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button