প্রধানমন্ত্রী সহজ বিজলি হর ঘর যোজনা-য় সব ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া নিয়ে বাজেটে লক্ষ্যমাত্রা ধার্য করে দেন অন্তর্বর্তী অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। যাঁদের ঘরে এখনও বিদ্যুৎ পৌঁছায়নি, তাঁরা যদি ইচ্ছুক হন তবে ২০১৯ সালের মার্চ মাসের মধ্যেই তাঁদের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে।
সামনে লোকসভা নির্বাচন। সেকথা যে সরকার বাজেট তৈরির সময় মাথায় রেখেছে তা বিভিন্ন প্রকল্প থেকে পরিস্কার। সামনের এপ্রিল-মে মাসেই লোকসভা নির্বাচন। তার আগে মার্চের মধ্যেই যে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ তারা সেরে রাখতে চায় তা এদিন বাজেট ঘোষণা থেকেই পরিস্কার।
সৌভাগ্য যোজনায় ৪ কোটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য ছিল গত ডিসেম্বরে। কিন্তু তারপরও তা ৩ মাস বাড়ানো হয়েছে। সব মিলিয়ে ভোটের আগেই দেশের সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে চাইছে সরকার।