বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়ল, কোনগুলির দাম কমল
বাজেটে কোন কোন জিনিসের দাম কিছুটা কমছে বাড়ছে তা জানতে মুখিয়ে থাকেন অনেকেই। আমজনতার কাছে এটা একটা অন্যতম জিজ্ঞাসা।
বাজেটকে ভারী বিষয় বলেই মনে করেন অনেকে। তবে বাজেটে যে বিষয়গুলি জানতে মুখিয়ে থাকেন সকলে তার মধ্যে রয়েছে আয়কর কাঠামো ও কিসের দাম কমছে বা কিসের দাম বাড়ছে। সেই কোন কোন জিনিসের দাম বাড়ল বা কমল তা এবারও অর্থমন্ত্রীর বাজেট পেশের পর স্পষ্ট হয়েছে।
২০২২-২৩ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে যে সব জিনিসের দাম বাড়তে চলেছে সেগুলির মধ্যে রয়েছে, এক্স-রে মেশিন, বিদেশ থেকে আমদানি করা জিনিস, ইমিটেশন গয়না, স্পিকার, ইয়ারফোন, হেডফোন, ছাতা এবং মিশ্রিত জ্বালানি।
যেখানে সংক্রমণের ক্ষেত্রে এক্স-রে প্রয়োজন পড়ছে বহু মানুষের সেখানে এক্স-রে মেশিনের দাম বৃদ্ধি মানুষর ওপর চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে যদিও স্কুল খোলার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তবু এখনও অনলাইন ক্লাস বন্ধ হয়নি। যে ক্লাস করতে হেডফোন জরুরি। তাই হেডফোনের দাম বাড়াও সাধারণ মানুষের ওপর চাপ বাড়াবে।
এবার বাজেট প্রস্তাব অনুযায়ী যেসব জিনিসের দাম কমতে চলেছে সেগুলির মধ্যে রয়েছে, হিরে, রত্ন, পরিধান করা যায় এমন প্রযুক্তিনির্ভর জিনিস যেমন স্মার্টওয়াচ, কানের যন্ত্র, কৃষিকাজে প্রয়োজনীয় যন্ত্রপাতি, কোকোয়া, হিং, ফেলে দেওয়া স্টিল, পেট্রোলিয়াম পরিশোধন।
এগুলির মধ্যে কৃষিকাজে প্রয়োজনীয় যন্ত্রের দাম কমা কৃষি নির্ভর মানুষজনের জন্য কিছুটা স্বস্তি বয়ে এনেছে। যা কিছুটা হলেও পঞ্জাব, উত্তরপ্রদেশের মত কৃষি প্রধান রাজ্যের জন্য সুখবর।