বাজেটে আয়করে বড় স্বস্তি, নয়া কর কাঠামোয় ছাড়ের উর্দ্ধসীমা বাড়লেন অর্থমন্ত্রী
কেন্দ্রীয় বাজেটে আয়করে বড় স্বস্তির কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নয়া কর কাঠামোয় ছাড়ের উর্দ্ধসীমা অনেকটাই বাড়ালেন অর্থমন্ত্রী।
কেন্দ্রীয় বাজেট প্রতিবছরই ঘোষণা হয়। তবে বাজেটের বিস্তারিত তথ্য নিয়ে বিশেষ মাথাব্যথা দেশের সিংহভাগ মানুষের থাকেনা। কেবল ২টি বিষয় বাদ দিয়ে।
একটি হল আয়করে সরকার কত ছাড় দিল তা জানার জন্য উদগ্রীব হয়ে থাকেন মানুষ। দ্বিতীয়ত কোন জিনিসের দাম বাড়তে চলেছে আর কোন জিনিসের দাম কমতে চলেছে তার তালিকা জানার প্রবল ইচ্ছা কাজ করে মানুষের মধ্যে।
এবার আয়করে কিন্তু বড় স্বস্তির কথা প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। যা দেশের মধ্যবিত্ত মানুষের জন্য অবশ্যই খুশির। আয়করের পুরনো ও নতুন ২ কাঠামোতেই এতদিন ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর না দেওয়ার সুযোগ ছিল। এবারের বাজেটে তা বাড়িয়ে ৭ লক্ষ টাকা করা হয়েছে। ফলে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় মিলবে নতুন কর কাঠামোয়।
এবার পুরনো কর কাঠামোও বজায় থাকছে। তবে পুরনো কর কাঠামোয় রিটার্ন জমা দিতে গেলে তা আবেদনের ভিত্তিতে হতে পারবে। আবেদন করলে সরকার তা মেনে নিলে তবেই পুরনো কর কাঠামোয় আয়কর প্রদান করা যাবে।
এতদিন আড়াই লক্ষ টাকা পর্যন্ত কোনও কর প্রদানের প্রয়োজন ছিলনা। এবার তা বাড়িয়ে ৩ লক্ষ টাকা করলেন অর্থমন্ত্রী। মোট আয়ের ওপর যে নতুন আয়কর প্রদানের ভাগ করা হয়েছে তাতে, ০ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর নেই।
৩ লক্ষ টাকা থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ৫ শতাংশ কর দিতে হবে। ৬ লক্ষ টাকা থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত ১০ শতাংশ কর প্রদান করতে হবে।
৯ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত ১৫ শতাংশ কর দিতে হবে। ১২ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত ২০ শতাংশ কর প্রদান করতে হবে। বছরে ১৫ লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ করে কর প্রদান করতে হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা