বাজেটের পর সস্তা হচ্ছে কোন জিনিস, কিসের দাম বাড়ছে, রইল তালিকা
বাজেটে আয়কর ছাড়া কোন কোন জিনিসের দাম বাড়ল, আর কোন কোন জিনিসের দাম কমল সেদিকে চেয়ে থাকেন দেশের সাধারণ মানুষ। রইল তার তালিকা।
কেন্দ্রীয় বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আয়করে বড়সড় স্বস্তি ঘোষণার পর কেন্দ্রীয় বাজেট নিয়ে রীতিমত খুশির হাওয়া। সাধারণ মানুষের আয়কর ছাড়াও আরও একটি বিষয় সম্বন্ধে জানার প্রবল আগ্রহ কাজ করে। সেটা হল বাজেটের হাত ধরে কোন কোন জিনিসের দাম কমতে চলছে আর কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে।
নিত্যপ্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে স্বস্তি মিলবে কিনা তাও জানতে মুখিয়ে থাকেন সকলে। এবার বাজেটের পর কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে এবং কোনগুলির দাম কমতে চলেছে রইল তার তালিকা।
বাজেটে যে যে জিনিসের দাম বাড়তে চলেছে তার মধ্যে রয়েছে সিগারেট। সিগারেটের ওপর আরও ১৬ শতাংশ কর আরোপ হয়েছে। আমদানি করা রবারের দাম বাড়তে চলেছে। কর বাড়িয়ে ১০ শতাংশ থেকে ২৫ শতাংশ করায় রবারের জিনিসের দাম বাড়বে।
সোনার বারের ওপর শুল্ক বৃদ্ধির জেরে সোনার বার দিয়ে তৈরি জিনিসের দাম বাড়তে পারে। বাড়তে পারে রূপোর জিনিসের দাম। কারণ রূপোর দামও বাড়তে চলেছে।
বাড়ছে ইলেকট্রিক কিচেন চিমনির দাম। বিদেশ থেকে আনা ইলেকট্রিক গাড়ির দামও বাড়ছে। দাম বাড়ছে বিদেশ থেকে আনা সাইকেলের। এছাড়া ইমিটেশন গয়নার দামও বাড়ছে। দাম বাড়ছে প্ল্যাটিনামের গয়নারও।
অন্যদিকে দাম কমছে টিভির প্যানেলে ব্যবহৃত ওপেন সেলের। মোবাইল ফোনের যন্ত্রাংশের দাম কমায় মোবাইল ফোনের দাম কমতে চলেছে।
গবেষণাগারে তৈরি হিরের দাম কমতে চলেছে। এই প্রক্রিয়াকে আরও গতি দিতে মোটা অঙ্কের লগ্নিও করছে কেন্দ্র। দাম কমছে লিথিয়াম ব্যাটারির। এছাড়া দেশে তৈরি সাইকেলের দাম কমছে। ক্যামেরার লেন্সের দামও কমতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা