বাজেটে আয়কর নিয়ে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী
বাজেটে সাধারণ মানুষের নজর থাকে আয়কর কাঠামো নিয়ে সরকার কি সিদ্ধান্ত নিয়েছে তা জানার জন্য। সেখানে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
লোকসভা ভোট থাকায় ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী বাজেট পেশ করেছিল কেন্দ্র। এবার নতুন সরকার গঠনের পর পূর্ণাঙ্গ বাজেট পেশ হল। মঙ্গলবার বাজেট পেশ করার সময় আয়কর নিয়ে অর্থমন্ত্রী কি বলেন সেদিকে নজর ছিল সকলের।
সেখানে বড় ঘোষণা করেছেন তিনি। আয়করের ক্ষেত্রে নিউ রেজিম বা নতুন ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার করা হয়েছে।
নতুন কর কাঠামোয় ০ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর প্রদান করতে হবেনা। ৩ থেকে ৭ লক্ষ টাকা বাৎসরিক আয় হলে ৫ শতাংশ কর প্রদান করতে হবে।
যদি বাৎসরিক আয় ৭ লক্ষ থেকে ১০ লক্ষের মধ্যে হয় তাহলে ১০ শতাংশ আয়কর প্রদান করতে হবে। ১০ থেকে ১২ লক্ষ টাকা বাৎসরিক আয় হলে ১৫ শতাংশ কর দিতে হবে।
১২ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকার গণ্ডিতে যাঁরা পড়বেন তাঁদের গুনতে হবে ২০ শতাংশ আয়কর। আর ১৫ লক্ষ টাকার ওপর বাৎসরিক আয় মানে ৩০ শতাংশ কর প্রদান করতে হবে। বেতনভুক কর্মচারিরা নতুন ব্যবস্থার আয়কর কাঠামোয় বিভিন্ন চার্জের ভিত্তিতে ১৭ হাজার ৫০০ টাকা কর বাঁচানোর সুযোগ পাবেন।
ভোট অন অ্যাকাউন্ট পেশ করার সময় আয়কর কাঠামো নিয়ে কোনও কিছু না বললেও তৃতীয়বার ক্ষমতায় আসার পর মোদী সরকার কিন্তু করের ক্ষেত্রে প্রথম বাজেটেই বড় ঘোষণা করে দিল।