মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে বাজেটে আয়করে বড় ছাড়
বাজেটে সাধারণ মানুষের সবচেয়ে বড় আকর্ষণ থাকে আয়কর। আয়করে ছাড় বাড়ল কিনা সেদিকে নজর থাকে তাঁদের। এবার সেখানেই সকলের মুখে হাসি ফোটালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
দিল্লি বিধানসভা নির্বাচনের আগেই আস্তিনের তুরুপের তাসটা কার্যত খেলে দিল বিজেপি। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এদিন আগামী অর্থবর্ষের বাজেট প্রস্তাব ঘোষণা করলেন। আর সেই বাজেটে সাধারণ মানুষের মুখে কার্যত আয়করের ক্ষেত্রে হাসি ফোটাতে পেরেছেন তিনি।
আয়করে একজন ১২ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন। এর সঙ্গে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৭৫ হাজার টাকা তো আছেই। এতদিন পর্যন্ত ৩ লক্ষ টাকার ওপর কোনও আয়করই ধার্য হতনা। এবার তা বেড়ে ৪ লক্ষ হয়েছে।
অর্থাৎ ৪ লক্ষ টাকা বাৎসরিক উপার্জনের ওপর আর কোনও কর দিতে হবেনা। তবে আরও নানা উপায়ে কর ছাড়ের সুবিধা পেয়ে থাকেন মানুষ। সেসব জড়ো করলে ১২ লক্ষ টাকা উপার্জনের ওপর তাঁদের কর ছাড়ের বন্দোবস্ত করতে পারেন।
এসব সুযোগের কথাই এদিন বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এখানে বলে রাখা প্রয়োজন যে সবটাই হবে আয়কর রিটার্নের নিউ রেজিমে।
এবার অর্থমন্ত্রী যা ঘোষণা করলেন তাতে অনেকটাই উপকৃত হবেন সাধারণ মানুষ। ৪ লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক উপার্জনে কোনও করই দিতে হচ্ছেনা। এরপর ৪ থেকে ৮ লক্ষ টাকা উপার্জনে ৫ শতাংশ কর ধার্য হয়েছে।
পরের ধাপে ৮ থেকে ১২ লক্ষ টাকা উপার্জনে ১০ শতাংশ কর দিতে হবে। ১২ থেকে ১৬ লক্ষ টাকা উপার্জনে ১৫ শতাংশ কর দিতে হবে। ১৬ লক্ষ থেকে ২০ লক্ষ টাকা উপার্জনে ২০ শতাংশ কর ধার্য হয়েছে।
২০ থেকে ২৪ লক্ষ টাকা উপার্জনে ২৫ শতাংশ কর আরোপ হবে। আর ২৪ লক্ষ টাকার উপর বাৎসরিক উপার্জনে ৩০ শতাংশ কর দিতে হবে। এই প্রতিটি ধাপেই গতবারের তুলনায় স্বস্তি বেড়েছে।