
সামনেই উৎসবের মরসুম। তার আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের মহার্ঘ ভাতা ১ শতাংশ বাড়াল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভায় তৃতীয় বারের জন্য সম্প্রসারণের পর এদিনই প্রথম বসল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। সেখানেই ডিএ ১ শতাংশ বাড়ানো নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। পুজোর আগে ফের ১ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি অবশ্যই কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য খুশি খবর বয়ে আনল।
এছাড়া এদিন বিএসএনএল নিয়েও গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিএসএনএলের মোবাইল টাওয়ারগুলি আলাদা সংস্থা গড়ে তাদের আওতায় দেওয়া নিয়ে এদিন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে মন্ত্রিসভা। এই নতুন সংস্থার সঙ্গে বিএসএনএলের কোনও যোগ থাকবে না।