দেশে তৈরি হবে আরও ৫০টি কেন্দ্রীয় বিদ্যালয়। বৃহস্পতিবার একথা ঘোষণা করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি আরও জানান, মাওবাদী অধ্যুষিত এলাকা, যেখানে সিআরপিএফ মোতায়েন প্রচুর এবং যেখানে রেলে চাকরি করেন এমন মানুষ বেশি থাকেন এমন জায়গাগুলিতেই এই কেন্দ্রীয় বিদ্যালয়গুলি গড়া হবে। সারা দেশের বিভিন্ন প্রান্তেই এই কেন্দ্রীয় বিদ্যালয় গড়ে তোলা হবে।
দেশের ২০টি রাজ্যে কেন্দ্রীয় বিদ্যালয়গুলি তৈরি হবে। যে তালিকায় পশ্চিমবঙ্গও আছে। এই মুহুর্তে দেশে ১২ হাজার কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে। ৩টি রয়েছে বিদেশে। দেশে যে ১২ হাজার কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে তার সঙ্গে এই নতুন ৫০টিও আগামী দিনে যুক্ত হবে।
অর্থমন্ত্রী এদিন জানান, নতুন ৫০টি কেন্দ্রীয় বিদ্যালয় তৈরি হলে ৫০ হাজার ছাত্রছাত্রী উপকৃত হবে। এই বিদ্যালয়গুলি সাধারণ জনপদ ও সেনার জন্য আলাদা জায়গা, এই ২ জায়গাতেই তৈরি হবে। যা সেখানকার স্থানীয় ছাত্রছাত্রীদের সুবিধা দেবে। সুবিধা হবে সেনাকর্মীদের ছেলেমেয়েদেরও।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)