National

কেন্দ্রে কে কোন মন্ত্রক পেলেন, রাজ্যের ২ মন্ত্রীই বা কী পেলেন, দেখে নিন

বৃহস্পতিবার হয়েছিল শপথগ্রহণ। রাষ্ট্রপতি ভবনে সকলকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কিন্তু তখন পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেও ৫৭ জন মন্ত্রীর মন্ত্রক জানানো হয়নি। কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। তবে শুক্রবার পরিস্কার হয়ে গেল কে কোন মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। সেই তালিকাই একবার দেখে নেওয়া যাক।

প্রধানমন্ত্রীত্ব ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের হাতে রেখেছেন পরমাণু শক্তি ও মহাকাশ সংক্রান্ত মন্ত্রক। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব পেয়েছেন অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে রাজনাথ সিং, অর্থমন্ত্রী হয়েছেন নির্মলা সীতারমন, রবিশঙ্কর প্রসাদ আইন এবং তথ্য প্রযুক্তি, পীযূষ গোয়েল রেল, স্বাস্থ্য হর্ষবর্ধন, মুখতার আব্বাস নাকভি সংখ্যালঘু বিষয়ক, প্রকাশ জাভড়েকর তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ, ধর্মেন্দ্র প্রধান পেট্রোলিয়াম, স্মৃতি ইরানি মহিলা ও শিশু কল্যাণ, সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বিদেশ, অর্জুন মুন্ডা উপজাতি বিষয়ক, প্রহ্লাদ যোশী সংসদ বিষয়ক, অরবিন্দ জ্ঞানপথ ভারী শিল্প, গিরিরাজ সিং প্রাণি সম্পদ বিকাশ, গজেন্দ্র সিং শেখাওয়াত জল সম্পদ, মহেন্দ্র নাথ পাণ্ডে দক্ষতা বৃদ্ধি, রমেশ পোখরিওয়াল মানব সম্পদ উন্নয়ন, থর চাঁদ গেহলৌত সামাজিক ন্যায়, রামবিলাস পাসোয়ান খাদ্য, সদানন্দ গৌড়া রসায়ন ও সার, নিতিন গডকরী সড়ক পরিবহণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন।


স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে যে যে মন্ত্রক পেলেন তা এরকম। জিতেন্দ্র সিং প্রধানমন্ত্রীর দফতর এবং উত্তর-পূর্ব ভারত উন্নয়ন, কিরেন রিজিজু যুব ও ক্রীড়া, প্রহ্লাদ সিং প্যাটেল পর্যটন, রাজ কুমার সিং শক্তি মন্ত্রক, মনসুখ মান্ডভি জাহাজ, হরদীপ সিং পুরী অসামরিক বিমান পরিবহণ এবং শহর উন্নয়ন, সন্তোষ কুমার গাঙ্গোয়ার শ্রম, শ্রীপাদ ইসো নায়েক যোগ এবং আয়ুর্বেদ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন।

মোদী মন্ত্রিসভায় ২৪ জন রাষ্ট্রমন্ত্রীও রয়েছেন। যারমধ্যে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির ১৮ জন সাংসদের মধ্যে ২ জন মন্ত্রী রয়েছেন। ২ জনেই রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। বাবুল সুপ্রিয় পেয়েছেন বন ও পরিবেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। দেবশ্রী চৌধুরী পেয়েছেন মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। যে মন্ত্রকের মন্ত্রী হয়েছেন স্মৃতি ইরানি। ইতিমধ্যেই নতুন মন্ত্রিসভা কাজ শুরু করে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button