সারা দেশ যেখানে করোনার জন্য উদ্বিগ্ন। চিন্তার ভাঁজ ক্রমশ পুরু হচ্ছে। সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য আনন্দের খবর শোনাল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের ডিএ বাড়ল ৪ শতাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের মহার্ঘভাতা ৪ শতাংশ বৃদ্ধি পাওয়ায় তাঁদের মাইনে যেমন বাড়ছে তেমনই এতে উপকৃত হতে চলেছেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারিরাও। তাঁরাও এর সুফল ভোগ করবেন।
কেন্দ্রীয় মন্ত্রিসভা শুক্রবার এই মহার্ঘভাতা বৃদ্ধিতে সিলমোহর দিয়েছে। ২০২০ সালের জানুয়ারি থেকে এই বর্ধিত বেতন কার্যকর হবে। ফলে পুরনো বকেয়া এরিয়ার হিসাবে পেয়ে যাবেন কর্মীরা। এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারি ও পেনশন প্রাপক মিলিয়ে মোট ১ কোটি ১৩ লক্ষ মানুষ উপকৃত হবেন। যার মধ্যে ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি ও ৬৫ লক্ষ পেনশনভোগী শামিল।
কেন্দ্র ফের ডিএ ঘোষণা করার পর রাজ্য সরকারি কর্মচারিদের মন একটু হলেও ভেঙেছে। এদিকে যেভাবে দেশজুড়ে মুদ্রাস্ফীতির পরিস্থিতি তৈরি হয়েছে। যেভাবে জিনিসপত্রের দাম উর্ধ্বমুখী তার সঙ্গে সামঞ্জস্য রাখতেই কেন্দ্র এই ডিএ ঘোষণা করল। সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের ফের একবার মন ভাল করে দিল কেন্দ্রীয় সরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা