প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্ব থেকে অরুণ জেটলিকে অব্যাহতি দিয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মন্ত্রক নির্মলা সীতারমনের হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন প্রতিরক্ষা একসময়ে নিজের হাতে রেখেছিলেন। কিন্তু কেবল দেশের প্রতিরক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব এই প্রথম কোনও মহিলার হাতে অর্পিত হল। তবে প্রতিরক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব পেলেও জাপানে হতে চলা প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে যোগ দিতে এদিন রাতেই জাপান উড়ে যাচ্ছেন অরুণ জেটলি। ফিরে এসে প্রতিরক্ষার দায়িত্ব ৫৮ বছর বয়সী নির্মলা সীতারমণের হাতে তুলে দেবেন তিনি।
অন্যদিকে রেলমন্ত্রীর পদ থেকে সুরেশ প্রভু ইস্তফা দিয়েছেন। তাঁর সেই শূন্যস্থান পূরণ করতে চলেছেন পীযূষ গোয়েল। এছাড়া কয়লা মন্ত্রকের দায়িত্বও থাকছে তাঁর হাতে। সুরেশ প্রভুকে পাঠানো হল অর্থ ও বাণিজ্য মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বে। ধর্মেন্দ্র প্রধান ও মুখতার আব্বাস নাকভিকে তাঁদের পুরনো মন্ত্রকেরই ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদায় উন্নীত করা হয়েছে। এছাড়া যে ৯ প্রতিমন্ত্রী এদিন শপথ নিয়েছেন তাঁরা যে যা পদ পেলেন তার তালিকাটা এরকম:
- বীরেন্দ্র কুমার – মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক
- গজেন্দ্র সিং শেখাওয়াত – কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক
- শিবপ্রতাপ শুক্ল – অর্থ মন্ত্রক
- অশ্বিনী কুমার চৌবে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক
- অনন্ত কুমার হেগড়ে – কারিগরি বিকাশ মন্ত্রক
- রাজকুমার সিং – শক্তি ও অপ্রচলিত শক্তি মন্ত্রক
- কেজে আলফোন্স – পর্যটন মন্ত্রক
- সত্যপাল সিং – মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক
- হরদীপ সিং পুরী – আবাসন মন্ত্রক