এককথায় জিনিয়াস। মাত্র ৬ বছরের এক খুদে বালক যা করে দেখাল তা চমকে দিয়েছে গোটা দুনিয়াকে। মিশরীয় বংশোদ্ভূত অ্যাডাম মহম্মদ পাইলটের পোশাক গায়ে চাপিয়ে সোজা হাজির সংযুক্ত আরব আমিরশাহীর এতিহাদ এয়ারওয়েজের ফ্লাইটের ককপিটে।
এয়ারবাস এ-৩৮০-র একজন কো-পাইলটের সঙ্গে পাল্লা দিয়ে ককপিটের সমস্ত খুঁটিনাটি বিষয়ে কথা বলে বালক অ্যাডাম জানায়, কিভাবে একটি বিমানকে আকাশে উড়িয়ে নিয়ে যেতে হয় তা তার জানা। বিমানের চালন পদ্ধতি ও আপৎকালীন পদক্ষেপ সম্বন্ধেও তার সব জানা। কিন্তু এতটুকু ছেলে কোথা থেকে জানল এতকিছু? এ প্রশ্ন স্বাভাবিক। উত্তরটা জানলে আরও অবাক হবেন। কেবলমাত্র ইউটিউব ভিডিও দেখে দেখে বিমান চালনার খুঁটিনাটি রপ্ত করেছে অ্যাডাম।
অ্যাডামের বিমান চালনার এই পারদর্শিতা দেখে এতিহাদ এয়ারওয়েজ অ্যাডামকে একদিনের পাইলট হবার অধিকার দিয়ে ইতিমধ্যেই পুরস্কৃত করেছে। যা অবশ্যই এই বয়সে বিরল সম্মান। বিমানের অপারেটিং সিস্টেম থেকে যাত্রীদের সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে তার প্রায় সবটাই জানা। ককপিটের মধ্যে, ক্যাপ্টেন সামির ইয়াখালেফ-এর সঙ্গে অ্যাডামের কথোপকথনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। যেখানে, অ্যাডাম বলছে কিভাবে একটি ফ্লাইট উড়িয়ে নিয়ে যেতে হয়। প্রায় ২ কোটি ১০ লক্ষ মানুষ ইতিমধ্যেই ভিডিওটি দেখেছেন।
প্রথম ভিডিওটি আপলোড হবার পর আরও একটি ভিডিও সামনে এসেছে। যেখানে অ্যাডাম দ্বিতীয়বারের জন্য একটি চলমান ফ্লাইটের ককপিটে বসে অপারেটিং সিস্টেমে হাত লাগায়। মাত্র ৬ বছরের এক বালকের এই অসামান্য পারদর্শিতা বহু মানুষকেই হতবাক করেছে। শুধু একদিনে জন্য সাম্মানিক পাইলট করাই নয়, অ্যাডামকে এতিহাদ এয়ারওয়েজ তাদের ট্রেনিং সেন্টারেও নিয়ে এসেছে। সেখানে অ্যাডামকে বিমান চালনার প্রথাগত তালিমে যুক্ত করেছে তারা।