বিয়ের আগেই ২ জনের দেখা হল কোর্টে। যেখানে হবু স্বামীর ২ মাসের কারাবাসের সাজা শোনালেন বিচারক। সঙ্গে ২০ হাজার দিরহাম জরিমানা। ভারতীয় মুদ্রায় ৪ লক্ষ টাকা। তা তাঁর দোষটি কী ছিল?
দোষ হল ২ জনে একে অপরের থেকে অনেক দূরে থাকা অবস্থায় হবু স্বামী তাঁর বাগদত্তাকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠান। যেখানে তাঁকে ‘ইডিয়ট’ বলে সম্বোধন করা হয়েছিল।
হবু স্বামীর এই শব্দ মেনে নিতে পারেননি স্ত্রী। একেবারে সোজা কোর্টে। সেখানে এমন অপমানজনক শব্দ ব্যবহারের জন্য হবু স্বামীর বিরুদ্ধে মামলা ঠুকে দেন তিনি।
সংযুক্ত আরব আমিরশাহীর এই ঘটনা এখন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আদালতের কাছে অভিযুক্ত যুবক দাবি করেন তিনি নেহাতই মস্করার ছলে ওই মেসেজ পাঠান।
যদিও হবু স্ত্রী তা মস্করা হিসাবে নেননি। আর সে দেশে এমন অপরাধের জন্য কারাবাস ও জরিমানা করা হয়। যা এক্ষেত্রেও হল। অবশ্য এরপর তাঁদের আর বিয়ে হয় কিনা তার জন্য অপেক্ষা করতে হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা