৭ তলা বাড়িতে মেরামতির কাজ করছিলেন এক শ্রমিক। বয়স ৩২। নাম গোপা কুমার। কেরালার বাসিন্দা গোপা কুমার রোজগারের জন্য আরব আমিরশাহীর শারজাতে শ্রমিকের কাজ করতেন। গত বৃহস্পতিবার শারজার আল মাজারা এলাকায় একটি বহুতলের ৭ তলায় কাজ করছিলেন তিনি। আচমকাই টাল সামলাতে না পেরে পড়ে যান। মাটিতে আছাড় খেয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গোপা কুমারের।
অত উঁচু থেকে পড়লে কোনও মানুষের পক্ষেই বেঁচে থাকা সম্ভব নয়। পুলিশ যখন দেহ উদ্ধার করে তখন রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। মাথা ফেটে গিয়েছে গোপা কুমারের। গোপা কুমারের দেহ ময়নাতদন্তকে পাঠানো হয়েছে। তাঁর মৃত্যু দুর্ঘটনা থেকেই নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে গোপা কুমার ওই বহুতলের সুরক্ষাকর্মীর সঙ্গে এক ঘরেই থাকতেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই সুরক্ষাকর্মীকে আটক করেছে। মৃতের এক বন্ধু পুলিশকে জানিয়েছেন, গোপা কুমার অত্যন্ত হাসিখুশি মানুষ ছিলেন। তাঁর কোনও অর্থনৈতিক চাপও ছিলনা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)