সারি দিয়ে গাড়ি দাঁড় করিয়ে দিল স্নান করার বাথটব
স্নান করার বাথটব অনেকের বাথরুমে না থাকলেও বস্তুটির সঙ্গে অনেকেই পরিচিত। সেই বাথটব যে কোথাও গাড়ির লাইন ফেলে দিতে পারে তা এবার বাস্তবে দেখা গেল।
বাথটব বস্তুটির সঙ্গে অনেকেই পরিচিত। হতে পারে সকলের বাড়ির বাথরুমে বাথটব থাকেনা। তবে সিনেমা, ছবিতে বাথটব অনেকেই দেখেছেন। অনেকে দেখেছেন হোটেলে বা বর্ধিষ্ণু পরিবারের বাথরুমে। বাথটব কিন্তু বাথরুমেরই শোভা। সেখানে স্নান করার অনুভূতিও অন্য রকম। কিন্তু বাথটব বাথরুম থেকে বাইরে এনে কেউ রাখেন না। ঘরের মধ্যেও নয়। সেখানে একটি বাথটব হাইওয়েতে কীভাবে গাড়ির লাইন করে দিতে পারে?
এটাই কিন্তু বাস্তবে হয়েছে। যার জন্য গাড়ির বিশাল লাইন পড়ে যায়। পরে পুলিশ এসে বিষয়টি সমাধান করে ফের গাড়ি চলাচল চালু করে।
ব্রিটেনের ড্রয়েটউইচের কাছে এম৫ হাইওয়েতে কিন্তু একটি বাথটব সব স্তব্ধ করে দিল কিছুটা সময়ের জন্য। এই হাইওয়ে ধরে যেতে গিয়ে থমকে যায় কয়েকটি গাড়ি।
রাস্তার ঠিক মাঝখানে রাখা রয়েছে একটি বাথটব। এই পরিত্যক্ত বাথটবটি ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গাড়ির চাকা যায় থেমে। পরপর গাড়ির লাইন পড়তে থাকে।
অনেকেই গাড়ি থেকে পুলিশকে ফোন করেন। পুলিশ সব জেনে দ্রুত ব্যবস্থা নেয়। পুলিশ এসে ওই বাথটবকে রাস্তার মাঝখান থেকে সরিয়ে নিয়ে যায়।
কে বা কারা এই বাথটব এভাবে হাইওয়ের ঠিক মাঝখানে রেখে গেল তার খোঁজ শুরু হয়েছে। এদিকে রাস্তার মাঝে রাখা বাথটবের জেরে অনেক গাড়ি থমকে যাওয়ায় ক্ষমা চেয়ে নিয়েছে পুলিশ।