ভৌতিক দিনের আগে অন্য খেলা দেখাল ১০ হাজার কুমড়ো
১০ হাজার কুমড়ো যে কি করতে পারে তা এক ভাবনা দেখিয়ে দিয়ে গেল। যা দেখার পর কেউ এমন নেই যিনি তারিফ ছাড়া থেকেছেন।
সামনেই ভৌতিক দিন। ৩১ অক্টোবর সেই ভৌতিক দিবস পালনে তৈরি হচ্ছে বিশ্ব। যাকে সকলে চেনেন হ্যালোউইন নামে। এই হ্যালোউইনের দিনে নিজের বাড়ি ভৌতিক করে তোলেন মানুষজন। নিজেরা ভূতের মত সেজে রাস্তায় বেরিয়ে পড়েন। কুমড়ো কেটে তার মধ্যে আলো জ্বালিয়ে বাড়ির সামনে বা বাড়ির মধ্যে সাজিয়ে রাখেন।
সব মিলিয়ে সার্বিকভাবে তৈরি হয় এক ভৌতিক পরিবেশ। আর তা কতটা নিখুঁত হচ্ছে সেদিকে নজর থাকে সকলের। সেই হ্যালোউইনে কুমড়োর কদর নতুন করে বলার অপেক্ষা রাখে না। হ্যালোউইনের আগে কুমড়োর সেই কদর এবার অন্যভাবে নজর কাড়ল।
একটি পার্কে ১০ হাজার কুমড়ো সেজে উঠল। সেজে উঠল ১৯৯৩ সালের একটি সিনেমার অংশকে সামনে রেখে। যেখানে জ্যাক স্কেলিংটন গান গাইছেন। সেটাই ফুটে উঠল ইংল্যান্ডের সাউদাম্পটনের একটি কুড়ো খামারে।
যেখানে ১০ হাজার কুমড়ো দিয়ে সাজিয়ে ফেলা হল ২ হাজার ৮১ বর্গফুট জায়গা। ১০ ঘণ্টার লড়াইয়ে এটি সেজে ওঠে। তবে সব মিলিয়ে পুরোটা সম্পূর্ণ হওয়ার পর সকলের নজর কেড়ে নেয় এই সুন্দর কীর্তি।
কুমড়ো পাশে পাশে রেখে যে এমন সুন্দর কিছু তৈরি করা সম্ভব তা না দেখলে বিশ্বাস করা কঠিন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের এক্স হ্যান্ডলে এটি তৈরির একটি ছবি তুলে ধরেছে। এই কুমড়োর মোজাইক বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে মুগ্ধ করেছে।