২ হাজার টাকায় কেনা গয়না বিক্রি হচ্ছে ১৬ লক্ষ টাকায়, বিশ্বাস হচ্ছেনা মহিলার
তিনি একটি অলংকার একটি পুরনো জিনিসের দোকান থেকে কিনেছিলেন ২ হাজার টাকায়। তাও এখনকার হিসাবে। এখন সেই গয়নার দাম উঠল ১৬ লক্ষ টাকা।
পুরনো জিনিসের দোকানে অনেক সময় পছন্দের জিনিস পাওয়া যায়। তাই সেখানে ঢুকেছিলেন তিনি। ঘুরে দেখতে গিয়ে তাঁর চোখে পড়ে একটি ব্রোচ। সুন্দর দেখতে ব্রোচটিতে যে পাথরগুলি বসানো রয়েছে তা সচরাচর দেখা যায়না। এমন পাথর বসানো সুন্দর জিনিসটা ১৯৮৮ সালে ২৫ ডলার খরচ করে কেনেন ওই মহিলা।
বর্তমান হিসাবে ভারতীয় মুদ্রায় ডলারের দাম বৃদ্ধির পরও ২৫ ডলার মানে ২ হাজার টাকা। সেই দামে ব্রোচটি কিনে খোশ মেজাজেই তিনি বাড়ি ফিরেছিলেন। অলংকার হিসাবে সেটি ব্যবহারও করতেন।
হালে তিনি ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামের আর্কাইভ-এর তরফে প্রকাশিত ছবিতে ওই একই ব্রোচ দেখে অবাক হয়ে যান।
আরও অবাক হন এটা জেনে যে যেটি তিনি ব্রিটিশ ওই অ্যান্টিকের দোকান থেকে কিনেছিলেন সেটি আদপে বিখ্যাত ভিক্টোরিয়ান গথিক ডিজাইনার উইলিয়াম বার্জ-এর তৈরি এক বিরল শিল্প কীর্তি।
এটা জানার পর তিনি হতবাক হয়ে যান। তাঁর ওই ব্রোচটি তিনি এখন চাইছেন একটি নিলাম সংস্থার হাত ধরে নিলাম করাতে। দেখা গেছে ওই ব্রোচটির দাম কমপক্ষে ভারতীয় মুদ্রায় ১৬ লক্ষ টাকা উঠতে চলেছে।
২ হাজার টাকায় কেনা ব্রোচের জন্য ১৬ লক্ষ টাকা! ব্রিটিশ ওই মহিলা এখনও বিশ্বাস করতে পারছেন না। ২ হাজার টাকা খরচ করে এতদিন যেটি তিনি শখ করে পরেছেন তা এতদিন ব্যবহারের পর এই বিপুল অঙ্ক দিয়ে যাবে এটা ভেবেই আনন্দ ধরে রাখতে পারছেন না ওই মহিলা।