সারাক্ষণ খারাপ কথা বলা তোতাপাখিদের ভদ্র করার ব্যবস্থা করল চিড়িয়াখানা
যখনই মুখ খোলে খারাপ কথাই বলে। কানে আঙুল দেওয়ার মত খারাপ কথা। যা নিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষও বিব্রত ছিল। তাদের জন্য তাই অন্য ব্যবস্থা হল।
কথাবলা পাখিদের তালিকায় তোতাপাখিরাও রয়েছে। এই তোতাপাখিদের মুখ দিয়ে নানা কথা বার হয়। অনেকেই পাখির মুখে কথা শুনতে ভালবাসেন। কিন্তু এমনও কয়েকটি তোতাপাখি রয়েছে যারা মুখ খোলা মানেই খারাপ কথা বলা। খারাপ বলতে এতটাই খারাপ যে সাধারণ মানুষকে কানে আঙুল দিতে হবে।
শ্লীলতার সীমা ছাড়িয়ে যাওয়া খারাপ কথা। এই তোতাপাখিদের নিয়ে বিপদে পড়ে ব্রিটেনের একটি চিড়িয়াখানা। প্রথমে তাদের বেছে আলাদা করে কার্যত নির্বাসনের মত করে রাখা হয়। সর্বসমক্ষে আসতে দেওয়া হয়না। তারপর তাদের শেখানোর চেষ্টা হয় সঠিক শব্দ বলা।
এবার ওই চিড়িয়াখানা অন্য কথা বলা পাখিদের সঙ্গে এদের রেখে তাদের ভাল কথা ও সহবৎ শেখানোর চেষ্টা করছে। যদিও তাতে ঝুঁকিও আছে। কারণ তাদের খারাপ কথা বলার প্রবণতা অন্য পাখিদের মধ্যে সংক্রমিত হতেও পারে।
এদিকে চিড়িয়াখানায় কিন্তু দেখা গেছে যে পাখিরা খারাপ কথা বলছে তাদের দেখতেই বেশি ভিড় জমছে। সব মিলিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ এখন এই পাখিদের খারাপ কথা বলার প্রবণতা ছাড়াতে উঠে পড়ে লেগেছে। চাইছে অন্য খারাপ কথা বলা পাখিদেরও এভাবে শুধরে দিতে।
তারপরেও যদি না হয় তাহলে অবশ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ ঠিক কোন পথ নেবে তা এখনও অজানা। তবে পাখিদের মুখে এমন খারাপ কথা চিড়িয়াখানা কর্তৃপক্ষকে বিব্রতও করছে।