World

প্রায় দেড় লক্ষ টাকায় বিক্রি হল ১টা পাতিলেবু

১টা পাতিলেবুর দাম প্রায় দেড় লক্ষ টাকা। যা শুনে অনেকেই বিশ্বাস করতে পারছেন না। কিন্তু তাই তো হল। হওয়ার অবশ্য যথেষ্ট কারণও রয়েছে।

১টা পাতিলেবুর দাম কেমন হতে পারে তা সকলেরই জানা। যে দেশেই পাতিলেবু বিক্রি হোক না কেন দামের ফারাক থাকলেও তা দেড় লক্ষ টাকা হতে পারেনা। কিন্তু ১টা পাতিলেবু ১ লক্ষ ৪৭ হাজারের কিছু বেশি দামে নিলাম হয়ে গেল। যা কেনার এবং দেখার জন্য ভিড় বেশ নজর কাড়ল।

কি আছে ওই পাতিলেবুতে? আসলে উনবিংশ শতাব্দীর ১টি ক্যাবিনেট নিলামে বিক্রি করতে চাইছিল এক পরিবার। সেজন্য সেই ক্যাবিনেটের ছবি তোলার কাজ চলছিল।


তখনই সেই ক্যাবিনেটের একদম পিছন থেকে একটি শুকিয়ে যাওয়া পাতিলেবু উদ্ধার হয়। যার গায়ে লেখা ছিল ১৭৩৯ সালে সেটি উপহার দেওয়া হয় এক মহিলাকে। হিসাবে বার হয় সেই শুকিয়ে যাওয়া পাতিলেবুর বয়স ২৮৫ বছর।

২৮৫ বছরের একটা পাতিলেবু! ব্রিটেনের ওই পরিবার স্থির করে তারা ওই পাতিলেবুটিকেও নিলামে বিক্রি করবে। দেখা যায় ওই ২৮৫ বছর বয়স্ক পাতিলেবু নিলামে কিনতে মানুষের উৎসাহ চরমে ওঠে। অবশেষে ১ হাজার ৭৮০ ডলারে বিক্রি হয় পাতিলেবুটি।


এদিকে যে ক্যাবিনেট থেকে সেটি উদ্ধার হয়, সেই ক্যাবিনেটের দাম ওঠে মাত্র ৪০ ডলার। এমন এক শতাব্দী প্রাচীন পাতিলেবু যে তাদের বাড়িতেই ছিল তা জানতও না ওই পরিবার। ক্যাবিনেটটি বিক্রি করতে গিয়েই নজরে পড়ল সেটি। যা তাদের রাতারাতি ভারতীয় মুদ্রায় প্রায় দেড় লক্ষ টাকা দিয়ে গেল।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button