কয়েকদিনের জন্য গাঢ় কমলা হয়ে গিয়েছিল এই নদীর জল
নদীর জল যেমন হয় তেমনই ছিল এ নদীর জল। এখনও তাই আছে। কেবল মাঝে কয়েকদিনের জন্য এ নদীর জল গাঢ় কমলা হয়ে গিয়েছিল।
নদীর জলের স্বাভাবিক একটা রং থাকে। সেই জল বয়ে চলে নিরন্তর। তা নিয়ে কারও মাথাব্যথাও থাকেনা। কিন্তু সেই জলের রং যদি হঠাৎ করে বদলে যায়, তাহলে তো চিন্তার বিষয়। সেটাই হয় ২০১১ সালে। আচমকাই একদিন দেখা যায় নদী জলের রং সম্পূর্ণ বদলে গেছে।
সাধারণ জলের রং থেকে সেটা গাঢ় কমলা রংয়ের রূপ নিয়েছে। আর সেই কমলা জলের স্রোত বয়ে যাচ্ছে নদী দিয়ে। সকলেই অবাক হয়ে যান। শুরু হয় কারণ খোঁজা।
এই সময় বিশেষজ্ঞেরা খোঁজ নিতে শুরু করেন। মনে করা হয় স্থানীয় একটি লৌহ আকরিক খনি থেকে লৌহ আকরিক জলে মিশে যায়। তার জেরেই আচমকা কমলা হয়ে যায় এই জলের রং।
যা জলের রংই শুধু বদলে দেয়নি, মাছদের জন্যও সর্বনাশের কারণ হয়। প্রচুর মাছ বাতাসের অভাবে নিথর দেহে জলে ভাসতে থাকে। এই জল বেশ কয়েকদিন বয়ে যায় নদীর একাংশ দিয়ে।
ওয়েলসের নিথ নদীর জলের এই রাতারাতি রং বদল হইচই ফেলে দেয়। বিশ্বজুড়ে এ খবর ছড়িয়ে পড়ে। এর কিছুদিন পর প্রশাসনের হস্তক্ষেপে সমস্যা মেটে। ফের নিথ নদী তার পুরনো রূপ ফিরে পায়।
তবে এখনও তার সেই গাঢ় কমলা রংয়ের জলের কথা মুখে মুখে ঘোরে। চূড়ান্ত দূষণের ফলে সে সময় প্রচুর মাছের এভাবে শেষ হয়ে যাওয়া মানুষকে নাড়া দেয়।