আগুনে ঘৃতাহুতি দিতে প্রেমিক প্রেমিকার সঙ্গে জুড়ে গেল ভাঙাচোরা গাড়ি
প্রেমিক প্রেমিকার সঙ্গে ভাঙা গাড়ির কি সম্পর্ক, মনে হতেই পারে। হওয়াটা অস্বাভাবিকও নয়। এই অভিনব ভাবনার পিছনে লুকিয়ে আছে ক্ষোভের আগুন।
গাড়ি যখন নষ্ট হয়ে যায় তখন তা একটি বিশেষ স্থানেই ফেলতে হয়। সেখানে নষ্ট হওয়া গাড়ির পাহাড় জমে। যা বিশেষ যন্ত্রের সাহায্যে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হয়। এজন্য কার স্ক্র্যাপিং সংস্থাও রয়েছে। এবার তেমনই একটি সংস্থা একটি নষ্ট হওয়া গাড়িকে ভেঙে ফেলার আগেও সেটিকে বিশেষ কাজে লাগিয়ে নেওয়ার ফন্দি খুঁজে বার করল। যা দারুণ পছন্দ হয়েছে নানা বয়সের নারী ও পুরুষের।
সামনেই ভ্যালেন্টাইনস ডে। প্রেমের দিনে বহু নারী পুরুষ নতুন সম্পর্কে নিজেকে জড়িয়ে ফেলেন। তাঁদের অনেকেরই কিন্তু জীবনে এক যন্ত্রণা লুকিয়ে থাকে। তাঁদের আগের সম্পর্ক না টেকার যন্ত্রণা।
তাঁকে ছেড়ে যাওয়া পুরুষ বা নারীর প্রতি অকৃত্রিম ক্ষোভ। সেই ক্ষোভ তাঁরা উগরে দিতে চান, কিন্তু তার উপায় খুঁজে পান না। এবার তাঁদের কথা মাথায় রেখে এক অভিনব সুযোগ আনল একটি কার স্ক্র্যাপিং সংস্থা।
ব্রিটেনের ওই সংস্থা জানিয়েছে অনলাইনে একটি ফর্ম পূরণ করে কেউ যদি তাঁদের প্রাক্তনের নামে একটি নষ্ট গাড়িকে দুমড়ে মুচড়ে ফেলতে চান তাহলে তারা সেই সুযোগ দেবে। এজন্য প্রাক্তনের নাম ও তাঁর প্রতি ক্ষোভের কারণ জানিয়ে যে কোনও নারী বা পুরুষ ফর্ম পূরণ করতে পারেন।
এই সংস্থা একটি গাড়িকে ভেঙে ফেলার আগে ওই প্রাক্তনের নাম গাড়ির চেসিসে লিখে দেবে। তার ছবিও প্রমাণ হিসাবে পাঠাবে ফর্ম প্রেরকের কাছে। এভাবেই প্রাক্তনের নামটা জীবন থেকে নষ্ট গাড়ির দোমড়ানো জঞ্জালের মত তাঁরা মুছে দিয়ে কিছুটা শান্তি পেতে পারেন।