গ্রামের পুকুরে দেখা মিলল রাক্ষুসে প্রাণির, তটস্থ গ্রামবাসী
তার পক্ষে এখানে আসাই সম্ভব ছিলনা। তাহলে এল কোথা থেকে এই রাক্ষুসে প্রাণি। সেটাই এখন চিন্তায় ফেলেছে পশু চিকিৎসকদের।
এ এক রাক্ষস দর্শন প্রাণি। অনেকে একে ডাইনোসরও বলে থাকেন। সেই ডাইনোসর যেন এখনও বীভৎস দর্শন নিয়ে এ পৃথিবীতে বিরাজ করছে। এই দানবরূপী প্রাণিটির দেখা মেলে এক গ্রামের পুকুরে। স্থানীয় একজনের নজরে পড়ে সেটি। এমন এক ভয়ংকর দর্শন প্রাণি দেখে ঘাবড়ে যান তিনি।
পরে সেটিকে উদ্ধার করে পশু চিকিৎসকদের সামনে হাজির করা হয়। চিকিৎসকেরা জানান এ প্রাণি তো এখানে আসারই কথা নয়। কোনওভাবেই সে এখানে পৌঁছতে পারবেনা। তাহলে তার দেখা এ গ্রামের পুকুরে মিলল কীভাবে?
চিকিৎসকেরা আরও জানান এ প্রাণিটির নাম অ্যালিগেটর স্ন্যাপিং টার্টল। মানে একটি কচ্ছপ। তবে দেখতে অনেকটা কুমিরের মত। কুমিরের মত চেহারার কচ্ছপ এমন এক কচ্ছপ প্রজাতি যাদের কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ অংশেই দেখতে পাওয়া যায়।
মিষ্টি জলেই তাদের বসবাস। ফলে তারা সমুদ্রে যাবেনা। আর যেটিকে পাওয়া গিয়েছে সেটি উদ্ধার হয়েছে ইংল্যান্ডের উরসউইক এলাকার পুকুর থেকে। এখানে পৌঁছতে গেলে তাকে সমুদ্র পার করতে হবে। যেটা এই মিষ্টি জলের প্রাণির পক্ষে সম্ভব নয়।
তাহলে এল কোথা থেকে? হাড় ভেঙে দেওয়ার মত ক্ষমতাধারী চোয়ালের এই প্রাণিটিকে কেউ ইংল্যান্ডে নিয়ে এসেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। প্রাণিটিকে আনার পর হয়তো তাঁরা তার দেখভাল করে উঠতে পারছিলেননা। তাই লুকিয়ে এই গ্রামের পুকুরে ছেড়ে দিয়ে গেছেন।