মোবাইল নিয়ে সেলফি তুলল শেয়াল
শেয়াল প্রাণিটিকে সকলে চালাক বলেই জানেন। তবে এবার তার চালাকির নমুনাও দেখতে পাওয়া গেল। মোবাইল ফোন নিয়ে সেলফি তুলল শেয়াল।
প্রাণিদের সুরক্ষার কাজে নিযুক্ত এক ব্যক্তির সঙ্গে এমন ঘটনা ঘটল যা তিনি হয়তো জীবনেও ভুলতে পারবেননা। তিনি জঙ্গলে প্রাণি সুরক্ষা বিষয়ক কিছু ভিডিও মোবাইলে তুলছিলেন। সেই সময় একটি শেয়াল দেখতে পান তিনি। তার ছবিও তাঁর মোবাইলে উঠে যায়।
এদিকে শেয়ালটিও তাঁকে দেখতে পায়। এগিয়ে আসে তাঁর দিকে। মোবাইলটি দেখে তার কৌতূহল হয়। শেয়াল এবার মোবাইলের কাছে চলে আসে।
তখনও ওই ব্যক্তি বুঝতে পারেননি কি হতে চলেছে। মোবাইলটির কাছে এসে আচমকা শেয়ালটি মোবাইলটি ছিনিয়ে নিয়ে ছুট লাগায়। জঙ্গলের মধ্যে বেশ কিছুটা ছুটে যায় সে।
তারপর মোবাইলটি মুখ থেকে নামায়। ভিডিও গ্রহণ তো চালু ছিল। ফলে শেয়ালের সেলফি ভিডিও রেকর্ড হয়ে যায় ওই মোবাইলে। যেখানে তাকে দেখা যায় নানাভাবে মোবাইলের সামনে মুখ এনে বোঝার চেষ্টা করতে যে কি হচ্ছে। তার কৌতূহলী মুখ চোখ স্পষ্ট ধরা পড়েছে মোবাইলে।
এদিকে শেয়ালটির একটি পায়ে আঘাত ছিল। সেই আঘাত লাগা পা নিয়েই মোবাইল মুখে ছুট দেয় সে। পরে অবশ্য সেই মোবাইল ফেরত পান ওই ব্যক্তি। তারপর রেকর্ড হওয়া ছবি দেখতে গিয়ে কার্যত অবাক হয়ে যান তিনি।
ঘটনাটি ঘটেছে ব্রিটেনে। আরও একটি শেয়ালও ওই আঘাত লাগা শেয়ালটির সঙ্গে ছিল। তাকে পরে খুঁজে পান ওই প্রাণি সুরক্ষার কাজে নিযুক্ত ব্যক্তি। শেয়ালের সেলফি তোলার খবরটি নানা সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।