সামান্য চোখের ভুলে খাদের কিনারায় পৌঁছে গেলেন উদ্ধারকারীরা
সামান্য একটা চোখের ভুল যে কত কাণ্ড ঘটিয়ে দিতে পারে তার উদাহরণ মিলল হাতেনাতে। যে ঘটনার কথা সর্বত্র ছড়িয়ে পড়তে সময় নেয়নি।
গভীর খাদ। তাও আবার অনেক জায়গা কাদায় ভরা। ফলে সেখানে পা পড়লে আর রক্ষা নেই। পা পিছলে সোজা খাদের নিচে গিয়ে পড়তে হবে। সেক্ষেত্রে বাঁচার সম্ভাবনা কম। সেই বিপদসংকুল খাদের ধারে নজর পড়ে কয়েকজনের। আর যা দেখেন তাতে তাঁরা রীতিমত চমকে ওঠেন।
দেখেন খাদের ঢালে কোনোক্রমে আটকে আছে একটি কুকুর। সারা গায়ে কাদা মাখা। বোঝাই যাচ্ছে খাদের কাদামাটি সারা গায়ে লেপ্টে গেছে। বেশিক্ষণ তো কুকুরটির পক্ষে ওখানে ওভাবে আটকে থাকা সম্ভব হবে না!
দ্রুত তাকে উদ্ধার করতে না পারলে কুকুরটিকে বাঁচানো যাবেনা। আবার তাঁদের পক্ষে ওই খাদের ঢালে নেমে উদ্ধারও সম্ভব নয়।
যাঁরা কুকুরটিকে দেখতে পেয়েছিলেন তাঁরা দ্রুত খবর দেন উদ্ধারকারীদের। খবর পেয়ে ইংল্যান্ডের ক্লিথর্পস বিচ এরিয়ার থর্প পার্কের ওই খাদের কাছে পৌঁছতে বেশি দেরি করেননি উদ্ধারকারীরা।
তাঁরা এসে দেখেন কুকুরটি ঠিক ওই অবস্থাতেই আটকে আছে ঢালে। ঝুঁকির হলেও তাঁদের দক্ষতাকে কাজে লাগিয়ে কুকুরটিকে তোলার ব্যবস্থা করেন উদ্ধারকারীরা।
আর তুলতে গিয়ে তাঁরা হতবাক হয়ে যান। হুবহু রক্তমাংসের কুকুরের মত হলেও আদপে সেটি কুকুর নয়, কুকুরের মূর্তি। যা ওই খাদের ঢালে আটকে ছিল। কে বা কারা ওই কুকুরের মূর্তি ওখানে ফেলে গিয়েছিলেন তা জানা যায়নি। তবে এই ঘটনার কথা ছড়িয়ে পড়তে সময় নেয়নি।