২ প্রান্ত দেখা যায়না এমন দড়ি নিয়ে টানাহ্যাঁচড়া করলেন ১০০ জন
দড়িটার একপ্রান্তে দাঁড়ালে অন্য প্রান্ত দেখা যায়না। এমন এক দড়ি নিয়ে টানাহ্যাঁচড়া করলেন ১০০ জন মানুষ। বালিতে পা গেল আটকে।
এ এমন এক লম্বা দড়ি যার একপ্রান্তে দাঁড়ালে অন্য প্রান্তটি নজরে পড়েনা। প্রায় ১ হাজার ৭০০ ফুট লম্বা সে দড়ি। সেই দড়ি হয়ে উঠল ১০০ জন মানুষের টানাহ্যাঁচড়ার জিনিস। সমুদ্রের ধারে এক মেঘলা দিনে সেই দড়ি হয়ে উঠল প্রধান আকর্ষণ। পায়ের তলায় ভেজা বালি। পাশে সমুদ্র। ধুধু বালুকাবেলায় তখন এই ১০০ জন মানুষের লড়াই।
দড়ির একপ্রান্তে ৫০ জন। অন্য প্রান্তে ৫০ জন। তাঁরা একে অপরের দিকে উল্টোদিকের দড়ি ধরে টানা ৫০ জনকে নিজেদের দিকে আনার জন্য আপ্রাণ শক্তি প্রয়োগ করছেন।
উল্টোদিকেও শক্তি প্রয়োগে খামতি নেই। তাঁরাও ৫০ জন মিলে কষে দড়ি ধরে টানছেন তাঁদের দিকে। ১০০ জন বিভিন্ন চেহারার ও বয়সের মানুষের এই দড়ি টানাটানি দেখতে দর্শকের অভাব ছিলনা। অনেকেই বাইরে দাঁড়িয়ে উৎসাহও যোগালেন।
বহু পুরনো খেলা টাগ অফ ওয়ার। দড়ি টানাটানির এই খেলা সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের আমজনতার বেশ প্রিয় খেলা। ২ দিক থেকে দড়ি টেনে যারা নিজেদের দিকে এনে উল্টোদিকের প্রতিদ্বন্দ্বী দলকে ফেলতে পারবে তারাই জয়ী।
সেই দড়ি টানাটানি এবার বিশ্বরেকর্ড গড়ল ওয়েলসে। ওয়েলসের সমুদ্রের ধারে হওয়া এই প্রায় ১ হাজার ৭০০ ফুটের দড়ি ধরে টানাটানি একটা রেকর্ড। এর আগে এত লম্বা দড়ি নিয়ে টাগ অফ ওয়ার কোথাও হয়নি।