অগ্নিকুণ্ডের পিছন থেকে উদ্ধার ১০০ বছর পুরনো রহস্যজনক চিঠি
এ রহস্য চিন্তায় ফেলেছে। কারণ যে চিঠিগুলি উদ্ধার হয়েছে তা রহস্যাবৃত। তাও আবার পাওয়া গিয়েছে অগ্নিকুণ্ডের পিছন থেকে। পেয়ে নতুন চিন্তায় দম্পতি।
১ বছর হয়েছে একটি পুরনো বাড়ি তাঁরা কিনেছেন। পুরনো বাড়ি কেনার পর তা আস্তে আস্তে সারাচ্ছিলেন। এবার হাত দিয়েছিলেন বহু বছর পুরনো এ বাড়ির একটি ঘরে থাকা ফায়ার প্লেসে। শীতের দিনে ঘর গরম রাখার জন্য এখন রুম হিটার ব্যবহার হয়। কিন্তু একটা সময় ঘরের মধ্যে ফায়ার প্লেসে আগুন জ্বালিয়েই ঘর গরম রাখা হত।
সেই ফায়ার প্লেসটি ভেঙে মেরামতি করার সময় ফায়ার প্লেসের পিছন থেকে উদ্ধার হয় কয়েকটি চিঠি। যা জনৈক মহিলাকে লেখা। চিঠিগুলি পাঠানো হয়েছিল ১৯৩০-এর দশকে বিভিন্ন সময়ে।
চিঠিগুলি উদ্ধার হওয়ার পর দম্পতি বেশ অবাক হয়ে যান। তাঁরা এটাই বুঝতে পারছেন না, চিঠিগুলি ফায়ার প্লেসে পুড়িয়ে দেওয়ার জন্য ফেলা হয়েছিল, নাকি ফায়ার প্লেসের পিছনের দিকে রাখা হয়েছিল যাতে কারও নজরে না পড়ে।
তবে তাঁরা এ চিঠি নিজেদের কাছে না রেখে তা ফেরত দিতে চান। যে মহিলাকে চিঠিগুলি লেখা হয়েছিল তাঁর সম্বন্ধে খোঁজ নিতে তাঁরা যোগাযোগ করেন যাঁর কাছ থেকে বাড়িটি গতবছর কিনেছিলেন তাঁর সঙ্গে।
কিন্তু এ বাড়ির পুরনো বাসিন্দা হলেও তিনি ওই নামের কাউকে চেনেন না। এখন চিঠিগুলি কার্যত রক্ষার দায়িত্ব নিয়েছেন ইংল্যান্ডের চেশায়ার-এর বাসিন্দা পার্কার দম্পতি।
তাঁরা চান ওই চিঠি যে মহিলাকে লেখা তাঁর কোনও আত্মীয়পরিজনের হাতে সেগুলি তুলে দিতে। এই ঘটনার কথা দ্যা মিরর সহ তাবড় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। ফলে এ কাহিনি এখন গোটা বিশ্বের জানা।