বল নয়, ফুটবল মাঠে জালে জড়াল অন্য কিছু
ফুটবল মাঠের ২ ধারে গোলপোস্ট থাকে। তাতে জাল দেওয়া থাকে। সেই জালে বল জড়িয়ে গোল হয়। এবার জলে জড়াল বটে, কিন্তু বল নয়।
ফুটবল মাঠে বল জালে জড়ানোই ২ দলের প্রধান লক্ষ্য। সেজন্য চলে আপ্রাণ লড়াই। প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করেই যত কসরত। গোল করতে পারলে আনন্দের বন্যা। প্রতিপক্ষের জালে বল জড়াতে পারলে সমর্থক দর্শকেরাও আনন্দে আত্মহারা হয়ে যান।
এবার সেই গোলের জালে যা জড়াল তা দেখে কিন্তু কেউই আনন্দে আত্মহারা হতে পারলেননা। বরং চিন্তায় পড়ে যান। কারণ যেটা জড়িয়েছিল তা বল নয়।
ইংল্যান্ডের চেলট্যান্যাম-এর এক কোণা থেকে একটি ফোন পান উদ্ধারকারীরা। ফোনে যা শোনেন তাতে তাঁরা আর দেরি না করে ঘটনাস্থলে হাজির হন। একটি ফুটবল মাঠে হাজির হন তাঁরা।
সেখানে কোনও ফুটবল ম্যাচ চলছিল না। বরং ফাঁকা মাঠ পড়েছিল। তারই একটি গোলপোস্টের জালের সামনে এসে উদ্ধারকারীরা দেখেন জালে জটিল ভাবে জড়িয়ে গেছে একটি হরিণ।
মুন্টজ্যাক হরিণের দলে পড়ে সেটি। হয়তো ওই জালে জড়িয়ে যাওয়ার পর সে জাল ছাড়িয়ে বার হওয়ার জন্য ছটফট করে। তার ফলে বার হওয়া দূর আরও জালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যায় হরিণটি।
উদ্ধারকারীরা দ্রুত ওই হরিণটিতে গোলের জাল থেকে উদ্ধার করেন। উদ্ধারকারী সংস্থার তরফে অনুরোধ করা হয়েছে যখন খেলা হচ্ছেনা, তখন যেন ফুটবল মাঠের গোলপোস্টের জাল খুলে রাখা বা গুটিয়ে তুলে রাখা হয়। যাতে আগামী দিনে কোনও প্রাণি এভাবে তাতে জড়িয়ে না যায়।
Chek your language it’s meaning less. Don’t try to earn money easily and with cheating processing