আকাশ থেকে নেমে এল ১ বছর আগে হারিয়ে যাওয়া পোষা সাপ
১ বছরের অপেক্ষা শেষ। কেউ ভাবতেই পারেননি যে তাকে আর ফেরত পাওয়া যাবে। কিন্তু সে ফিরল। আকাশ থেকে ঝুপ করে মেঝেতে পড়ল সে।
পোষা সাপের কথা খুব বেশি শোনা যায়না। কিন্তু এ সাপটি পোষা ছিল। সেই পোষা সাপ ১ বছর আগে একদিন আচমকাই হারিয়ে যায়। তার মালিক তাকে অনেক খুঁজেও পাননি। অগত্যা হাল ছেড়ে দেন।
তারপর ১ বছর কেটে যায়। তাকে যে আর পাওয়া যাবেনা এটা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলেন সকলে। তার মনিবও এটা নিশ্চিত হয়ে যান যে অ্যাগনেস তাঁর কাছে আর ফিরবে না।
কিন্তু পৃথিবীতে এমন কত কিছুই তো ঘটে যার ব্যাখ্যা হয়না। সাপটিও তেমন ভাবেই ফিরে এল। আকাশ থেকে ঝুপ করে পড়ল সে।
পড়ল এসে বাগানে। আর তাকে এভাবে যে ফিরিয়ে দিয়ে গেল সেটি একটি কাক। কাকটিই মুখে করে সাপটিকে তুলে নিয়ে এসে বাগানে ফেলে দেয়।
বাগানটি অবশ্য সাপটির মালিকের নয়। কাছেই একজনের। বাগানে সাপ দেখে তাঁরা আবার পশু উদ্ধার সংস্থায় খবর দেন। উদ্ধারকারীরা এসে সাপটিকে বাগানে না পেলেও ওই বাড়ির গ্যারাজের চাল থেকে উদ্ধার করেন।
এদিকে সাপ পাওয়ার খবর আশপাশে ছড়াতে সময় নেয়নি। এক মহিলা সেখানে এসে হাজির হয়ে সাপটিকে দেখতে চান।
তাঁকে দেখানো হলে তিনি চিনতে পারেন যে এই তাঁর ১ বছর আগে হারিয়ে যাওয়া অ্যাগনেস। ওই মহিলা এটা দেখেও অবাক যে সাপটি ঠান্ডার মধ্যেও এতদিন বেঁচে ছিল। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের স্পেনিমুর-এ।