World

প্রশাসনের রাতের ঘুম কেড়ে নিল একটা পাখি

প্রশাসনের কার্যত রাতের ঘুম কেড়ে নিয়েছে একটা ছোট্ট পাখি। একটা পাখি কার্যত প্রশাসনকে ঘোল খাইয়ে ছাড়ছে। কি করবেন কিছু বুঝে উঠতে পারছেন না আধিকারিকরা।

দাপুটে সব পুলিশ আধিকারিক থেকে অত্যন্ত দক্ষ পুলিশকর্মী, সকলেরই এখন মাথায় হাত। কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। অপরাধী কে, প্রথমে সেটাই বুঝে উঠতে পারছিলেন না তাঁরা।

তারপর জানতে পারেন একটি পাখি তাঁদের সব গণ্ডগোল করে দিয়েছে। তাঁদের ভুল পথে চালিত করছে। তাঁদের ভুল বোঝাচ্ছে। শুরুটা ছিল একটা সাইরেনের শব্দ।


ওই সাইরেনের শব্দ শুনে পুলিশকর্মীদের মনে হয় তাঁদের পুলিশের গাড়িতেই যাবতীয় গণ্ডগোল হয়েছে। যখন তখন সাইরেন বেজে উঠছে। যা তাঁদের মুশকিলে ফেলে দিচ্ছে।

কিন্তু ভাল করে খতিয়ে দেখতে গিয়ে আধিকারিকরা দেখেন গাড়ির সাইরেন নয়, পুলিশের গাড়ির সাইরেন হুবহু নকল করে নিয়েছে একটি পাখি। আর সেই যা সমস্যা তৈরি করার করছে। যখন তখন সে ওই সাইরেনের ডাক ডেকে উঠছে।


পুলিশ ভাবছে তাদের গাড়ি থেকে সাইরেন বাজছে। তারা সেইমত তটস্থ হচ্ছে। কিন্তু পরে দেখা যাচ্ছে ওটা গাছের ডালে বসা এক পাখির কাণ্ড যে কেবল শুনে শুনে পুলিশের গাড়ির সাইরেন ১০০ শতাংশ নকল করে নিয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে, ব্রিটেনের অক্সফোর্ডশায়ার-এর টেমস ভ্যালি থানার পুলিশ পাখির এই হুবহু নকল করা সাইরেনের জ্বালায় ওষ্ঠাগত। এমন অবস্থা যে কয়েকজন পুলিশ তো ওই পাখিকে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলেও দাবি তুলেছেন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button