একটি কন্যাসন্তান বর্তমান। এবার একটি পুত্রসন্তান হলেই সাধ পূরণ হয়। ৪ জনের সুখী গৃহকোণের স্বপ্ন পূরণ হয়। ব্রিটেনের কেন্ট প্রদেশের বাসিন্দা ২৮ বছরের জেড হপ্স সেই আশাতেই দিন গুনছিলেন। চিকিৎসকের পরামর্শমত নিজের যত্ন নিচ্ছিলেন। গর্ভবতী স্ত্রীর সেবায় ত্রুটি রাখছিলেন না স্বামী স্টিভেনও। গর্ভাবস্থায় মায়ের জঠরে সন্তান সুস্থ আছে কিনা জানতে আল্ট্রাসোনোগ্রাফি করা বাধ্যতামূলক। তাই বাকি মায়েদের মতই ইউএসজি পরীক্ষা করাতে বাড়ির কাছে একটি ডায়াগনস্টিক সেন্টারে যান ৪ মাসের গর্ভবতী জেড। ১৬ সপ্তাহের ভ্রূণ তাঁর শরীরে একটু একটু করে বেড়ে উঠছে। তাকে এখন কেমন দেখতে লাগছে জানতে সেবিকার কাছে আবদার করেন জেড। সেই আবদার ফেলতে পারেননি সেবিকা। আল্ট্রাসোনোগ্রাফি করে পাওয়া ছবি তিনি তুলে দেন হবু মায়ের হাতে। সেই ছবি ফেসবুকে সোৎসাহে আপলোড করেন জেড।
জেডের গর্ভে প্রতিপালিত ১৬ সপ্তাহের ভ্রূণের ইউএসজির ছবি দেখে অবাক বনে যান নেটিজেনরা। আরে, ভ্রূণ কোথায়! জেডের পেটের মধ্যে আস্ত একটা পুরুষাঙ্গ বড় হয়ে উঠছে যে! নির্ঘাত এবার তাহলে ছেলেই হবে জেডের। রঙ্গরসিকতায় ভরে ওঠে জেডের পোস্ট। ফেসবুকে বন্ধুদের অবান্তর অশালীন কথাবার্তায় খানিকটা রেগেই যান জেড। তবে স্বামী ও ফেসবুক বন্ধুদের তালে তাল মেলাতে খানিকটা অবাক হন গর্ভবতী যুবতী। তিনি নিজে খুঁটিয়ে দেখেন ইউএসজি প্লেটটি। দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয় তাঁর। সত্যি তো! ভ্রূণের অবয়বে যে পুরুষাঙ্গের ছায়া! তবে কি পুত্রসন্তানের মা হতে চলেছেন তিনি? এই প্রশ্নই এখন পাক খাচ্ছে হবু মায়ের মনে।