চিড়িয়াখানা থেকে চম্পট দিল একটি প্রাণি, হন্যে হয়ে খুঁজছেন সকলে
চিড়িয়াখানা থেকে চম্পট দিল একটি বড়সড় চেহারার প্রাণি। একেবারে চিড়িয়াখানা চত্বর ছেড়েই পালিয়েছে সে। তারই খোঁজ চলছে হন্যে হয়ে।
কোনওভাবে সে তার ঘেরাটোপ থেকে বেরিয়ে আসতে পেরেছিল। তা যদি পারেও তাহলেও চিড়িয়াখানারই কোথাও লুকিয়ে থাকার কথা। কিন্তু তাও নয়। সে একেবারে চিড়িয়াখানা চত্বর ছেড়েই বেরিয়ে গেছে বলে মনে করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। কি প্রাণি পালিয়েছে?
যে পালিয়েছে তার পোশাকি নাম ক্যাপিবারা। আদপে ধেড়ে ইঁদুর গোত্রের প্রাণি। তবে ধেড়ে ইঁদুরের চেয়েও অনেকটাই বড় চেহারা। সাধারণভাবে এদের ওজন হয় ৩৫ কেজি থেকে ৬৬ কেজির মত। ফলে বোঝাই যাচ্ছে তাদের চেহারা কতটা বড়।
মানুষের ওজনের প্রায় সমান তাদের ওজন। তেমনই এক ক্যাপিবারা পালিয়ে গেল ব্রিটেনের হু জু অ্যান্ড ডাইনোসর ওয়ার্ল্ড নামে চিড়িয়াখানা থেকে। সে যে চিড়িয়াখানা চত্বর ছেড়ে পালিয়েছে তা যেমন পরিস্কার, তেমন এটাও বিশেষজ্ঞেরা জানাচ্ছেন যে সে চিড়িয়াখানারই আশপাশে কোথাও লুকিয়ে আছে।
খুব দূরে কোথাও পালায়নি। তন্ন তন্ন করে এলাকায় তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা। তবে তাঁরা স্থানীয়দের থেকে সিনামন নামে এই ক্যাপিবারাটির কয়েকটি খুব গুরুত্বপূর্ণ খোঁজ পেয়েছেন। ফলে কোন জায়গায় সে লুকিয়ে আছে তারও একটা আন্দাজ মিলেছে। কিন্তু তার দেখা মেলেনি।
ক্যাপিবারা হল দক্ষিণ আমেরিকার বাসিন্দা প্রাণি। এরা ধেড়ে ইঁদুর বলেই পরিচিত। ক্যাপিবারারা সহজে ধরা দিতে চায়না। তাদের ধরার চেষ্টা হচ্ছে বুঝতে পারলে তারা আরও দূরে পালিয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞেরা। সেকথা মাথায় রেখেই ক্যাপিবারাটির খোঁজ চালাচ্ছেন উদ্ধারকারীরা।