ট্রেনের মুখ উল্টোদিকে ঘুরিয়ে দিল জোড়া কাঠবিড়ালি
কাঠবিড়ালি যে এমন কাণ্ড ঘটাতে পারে তা ভাবতেও পারেননি কেউ। কিন্তু ২ কাঠবিড়ালি মিলে ট্রেনের মুখ ঘুরিয়ে দিল উল্টো দিকে। হয়রান যাত্রীরা।
ট্রেন স্টেশন ছেড়ে গন্তব্যের দিকে ছুটে যাচ্ছিল। যাত্রীরা নিজেদের মত করে সময় কাটাচ্ছিলেন। আচমকাই সব শান্তি গেল শেষ হয়ে। ট্রেনের মধ্যে হুলস্থূল শুরু হয়ে গেল। ২ কাঠবিড়ালি নজরে পড়তেই অশান্তির শুরু।
কাঠবিড়ালি ২টি যে খুব একটা শান্ত প্রকৃতির তাও নয়। দুষ্টুমিতে তারা পিছপা নয়। ট্রেনের যাত্রীদের জ্বালাতন করতে শুরু করে দেয় তারা। খবর যায় ট্রেন কর্তৃপক্ষের কাছে।
কাঠবিড়ালি ২টির তাণ্ডব এমন পর্যায়ে পৌঁছয় যে তাদের ট্রেন থেকে বার করে দেওয়ার জন্য খাবারের লোভ দেখাতে থাকেন রেলকর্মীরা।
একটি কাঠবিড়ালি খাবারের লোভে ধরা দিলে তাকে স্টেশন আসতে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। কিন্তু অন্য কাঠবিড়ালিটিকে ট্রেন থেকে নামানো যায়নি। তাকে ধরতে গেলেই সে কামরার মধ্যে লুকিয়ে পড়ছিল।
এই অবস্থায় ওই কামরার যাত্রীদের কামরা থেকে অন্য কামরায় সরিয়ে নিয়ে যান রেলকর্মীরা। তারপর ওই ট্রেনকে আর গন্তব্যের দিকে নিয়ে যায়নি রেল কর্তৃপক্ষ। বরং যে স্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু করেছিল মুখ ঘুরিয়ে সেখানেই ট্রেনটিকে ফেরত আনা হয়।
কার্যত বাতিল করা হয় ট্রেনের ওই যাত্রা। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডে। রিডিং থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে যাচ্ছিল ট্রেনটি। কিন্তু ট্রেনটিকে রেডহিল স্টেশন থেকে ফের যাত্রী সমেত ফিরিয়ে আনা হয় রিডিংয়ে।
এই রেডহিল স্টেশনে একটি কাঠবিড়ালিকে ট্রেন থেকে নামানো গেলেও অন্যটিকে পাকড়াও করা সম্ভব হয়নি। তাই ফেরানো হয় ট্রেনটিকে।