এক সপ্তাহ লুকোচুরির পর পুকুরের ধারে দেখা দিল সে
একটা গোটা সপ্তাহ ধরে সে লুকোচুরি খেলছিল। এমন চলার পর অবশেষে তার দেখা পাওয়া গেল একটি পুকুরের ধারে। তারপর তার সঙ্গে যা হওয়ার তাই হয়েছে।
একটি চিড়িয়াখানা। তার গা ঘেঁষা ঘন জঙ্গল। দূরে দূরে কিছু মানুষের বাস। চিড়িয়াখানা চত্বর অবশ্য বেড়া দিয়ে ঘেরা যাতে পশুরা চত্বর ছেড়ে বেরিয়ে যেতে না পারে। সেই ঘেরাটোপ থেকেও সে কোনভাবে বেরিয়ে যেতে সক্ষম হয়েছিল।
তারপর শুরু হয় খোঁজ। হন্যে হয়ে তাকে খুঁজতে থাকেন চিড়িয়াখানার কর্মীরা। কে সে? যে পালিয়েছিল তার পোশাকি নাম ক্যাপিবারা। আদপে ধেড়ে ইঁদুর গোত্রের প্রাণি। তবে ধেড়ে ইঁদুরের চেয়েও অনেকটাই বড় চেহারার।
এদের ওজন ঘোরাফেরা করে ৩৫ কেজি থেকে ৬৬ কেজির মধ্যে। পালানোর পর ক্যাপিবারাটিকে এধার ওধারে দেখা গিয়েছিল ঠিকই। কিন্তু তাকে পাকড়াও করা সম্ভব হয়নি। বরং সে পালিয়েই বেড়াচ্ছিল। এমনকি দু-চারদিন খোঁজার পর চিড়িয়াখানা কর্তৃপক্ষও হাল ছেড়ে দিয়েছিল।
১ সপ্তাহ পর অবশ্য তার ফের খোঁজ মিলল। চিড়িয়াখানা লাগোয়া যে বিশাল জঙ্গল রয়েছে, সেখানেই রয়েছে একটি পুকুর। সেই পুকুরের ধারে তাকে দেখা গেছে বলে জানতে পেরেই চিড়িয়াখানার কর্মীরা সময় নষ্ট না করে সেখানে হাজির হন।
স্ত্রী ক্যাপিবারাটি সেখানে তখনও ছিল। চোখে পড়ার পর আর তাকে পালাতে দেননি কর্মীরা। পাকড়াও করে তাকে নিয়ে আসা হয় চিড়িয়াখানায়।
সেখানে তাকে তার ভাইয়ের সঙ্গে রাখা হয়েছে। যাতে সে তার পুরনো অভ্যাসে বাঁচা শুরু করে। তাকে ফিরে পাওয়ার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে ব্রিটেনের হু জু অ্যান্ড ডাইনোসর ওয়ার্ল্ড নামে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।