স্যালাড কিনে বাড়ি ফিরে তা বার করেই লাফ দিলেন ক্রেতা
স্বাস্থ্যকর খাবার স্যালাড। সেই স্যালাড কিনে বাড়ি ফিরেছিলেন তিনি। বাড়ি ফিরে সেই স্যালাড আলাদা করে রাখতে যেতেই হল বিপত্তি। লাফ দিয়ে সরে গেলেন ওই ব্যক্তি।
সরে না গিয়ে উপায়ই বা কি! যে কেউ হলেই সরে যেতেন। স্যালাডের মত স্বাস্থ্যকর এক খাবারের এ কেমন অবস্থা। বিক্রির সময় কি কিছুই দেখা হয়না?
তিনি যেখান থেকে স্যালাড কিনেছিলেন সেটি একটি নামকরা দোকান। তাই নিশ্চিন্তেই কিনেছিলেন। কিন্তু ফল হল আঁতকে ওঠার মত। কেন আঁতকে উঠলেন ওই ব্যক্তি?
স্যালাড কিনে বাড়ি ফিরে সেটি ব্যাগ থেকে বার করতেই তিনি দেখেন স্যালাডের নানা পাতার মধ্যে বসে আছে একটি ব্যাঙ। সেই ব্যাঙ লাফ দেওয়ার আগেই তিনি নিজেই কার্যত লাফ দিয়ে সরে যান। দ্রুত প্রাণি উদ্ধারকারীদের কাছে খবর যায়। তারা এসে ব্যাঙটিকে উদ্ধার করে নিয়ে যায়।
কোথা থেকে এল ব্যাঙ? অভিযোগ যায় ওই দোকানে। দোকানের তরফে অবশ্য দ্রুত ক্ষমা চাওয়া হয়েছে ওই ক্রেতার কাছে। তারা দাবি করেছে, যে স্যালাড ক্রেতাদের দেওয়া হয় তা চাষের সময় যতটা সম্ভব কম কীটনাশক দেওয়া হয়।
পরে তা বিক্রির জন্য আনার পর তার পুষ্টিগুণের কথা মাথায় রেখে সেগুলি ধোওয়াও হয় কড়া নিয়মের মধ্যে। তাই একটি ব্যাঙ হয়তো থেকে গেছে সেখানে।
এদিকে আরও একটি বিষয় নিয়ে প্রশ্ন পিছু ছাড়ছে না। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ব্রাকনেলে। যে ব্যাঙটি স্যালাডে পাওয়া গিয়েছে তা কিন্তু ওই অঞ্চলে পাওয়া যাওয়ার কথা নয়। তাহলে সেটা এল কোথা থেকে? এ প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি।