ইংল্যান্ডের বেডফোর্ডশায়ার কাউন্টির ছোট্ট শহর ড্যানস্টেবলে ২ মেয়েকে নিয়ে সুখের সংসার রেবেকা ব্রেটের। ঘর সামলানো আর ৩ বছরের আভা ও ৭ মাসের মেরির আবদার মেটাতে মেটাতে দিন কেটে যায় রেবেকার। হালে মায়ের কাছে স্মাইলি পাস্তা খাওয়ার আবদার ধরেছিল বড় মেয়ে আভা। মেয়ের আবদার রাখতে স্মাইলি পাস্তা কিনতে বাজারে যান রেবেকা। আর সেখানেই ভুলবশত স্মাইলির বদলে নিয়ে আসেন ‘পেনিস পাস্তা’। সেই পাস্তা সিদ্ধ করে ২ মেয়েকে খেতেও দেন তিনি। তখনও তাঁর নজরে পড়েনি কী পাস্তা তিনি মেয়েদের পাতে তুলে দিচ্ছেন! আদুরে মেয়েদের কচি দাঁত দিয়ে পাস্তা খাওয়ার দৃশ্য ফোনের ক্যামেরায় বন্দি করতে গিয়ে চমকে ওঠেন ব্রেট। একি! মেয়েদের তো তিনি মোটেই স্মাইলি খেতে দেননি। এ যে ব্যাচেলর পার্টির জন্য তৈরি ‘পেনিস পাস্তা’!
পুরুষাঙ্গের মত দেখতে সেই পাস্তা কিনা আয়াস করে খাচ্ছে মেয়ে আভা আর মেরি! অচিরেই রেবেকা বুঝতে পারেন, বেখেয়ালে বাজার থেকে পেনিস পাস্তার প্যাকেট তুলে এনেছেন তিনি। রান্নার সময়ে অদ্ভুত গড়নের পাস্তার আকার দেখে বিন্দুমাত্র সন্দেহ না হওয়ায় কপাল চাপড়াতে থাকেন ব্রেট। নিজের ওপর খানিকটা বীতশ্রদ্ধ হয়ে এই ভুলের কথা আক্ষেপের সুরেই ফেসবুকে বন্ধুদের জানান তিনি। ২ মেয়ের পেনিস পাস্তা খাওয়ার কয়েকটি ছবিও আপলোড করে দেন। সেই ছবি চোখের নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ব্রেটের পেনিস পাস্তাকে স্মাইলি পাস্তা ভাবার ভুল নিয়ে ওঠে তুমুল হাসির রোল। পেনিস পাস্তা ‘ডায়েট ফুড’। তাই এই পাস্তা খেলে বাচ্চাদের স্বাস্থ্যের ক্ষতি হবে না বলে অনেকে আশ্বস্তও করেন রেবেকাকে।