পাখিদের বাবা মায়েরা অনেক বেশি পাশে পায় তাদের মেয়েদের, বলছে গবেষণা
পাখিদের মধ্যেও বাবা মা সন্তানদের কাছ থেকে কিছু সাহায্য আশা করে। সেখানে মেয়েরাই বাবা মায়ের পাশে থাকে। ছেলেরা নয় কেন তার কারণও পরিস্কার করেছেন বিশেষজ্ঞেরা।
মানুষের ক্ষেত্রে যেমন ছেলে মেয়ে বড় হলে তারা বাবা মায়ের পাশে থাকেন, তাঁদের সাহায্য করেন। বাবা মা আশা করেন ছেলে মেয়ে তাঁদের পাশে থাকবেন। পাখিদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা তেমনই হয়।
কিছু পাখি আছে যারা পরিবার নিয়ে থাকতে পছন্দ করে। একধরনের চড়ুই আছে যারা এমনভাবে থাকে। এছাড়াও এমন পরিবার নিয়ে থাকা পাখি রয়েছে এই বিশ্বের বিভিন্ন প্রান্তে।
ইউনিভার্সিটি অফ এক্সটার-এর সেন্টার ফর ইকোলজি অ্যান্ড কনজারভেশনের কয়েকজন গবেষক পাখিদের সন্তানদের আচরণ নিয়ে বিস্তর গবেষণা চালান। তাঁদের দাবি, পরিবার নিয়ে যেসব পাখিদের বাস, তাদের মধ্যে বাবা মায়ের পাশে থাকার প্রবণতা কন্যাদের।
পুরুষ সন্তান কিন্তু নতুন জায়গা খুঁজে পেতে ব্যস্ত থাকে। তারা তাদের মত বংশবৃদ্ধিতে মন দেয়। বাবা মাকে সেভাবে দেখার সময় তাদের হাতে থাকেনা।
অন্যদিকে কন্যা সন্তান পাখিরা অনেক বেশি বাবা মায়ের পাশে থাকে। তাদের নানা কাজে সাহায্য করে। বাসা বাঁধার কাজ করে। কালাহারি মরুভূমিতে বসবাস করা হোয়াইট ব্রোড স্প্যারো-র মত চড়ুইদের আলাদা করে পরীক্ষা করেন গবেষকেরা।
তাতেই তাঁরা জানতে পারেন এই চড়ুইদের বাবা মায়েরা তাদের কন্যা সন্তান চড়ুইয়ের কাছে অনেক বেশি সাহায্য পায়, তাদের পুরুষ সন্তানের চেয়ে। এই চড়ুইদের মধ্যে পুরুষ সন্তানরা অল্প দিনই বাবা মায়ের সঙ্গে থাকে। তারপর আলাদা হয়ে উড়ে যায়।
তুলনায় অনেক বেশি সময় পর্যন্ত বাবা মায়ের সঙ্গে থাকে তাদের কন্যা চড়ুইরা। গবেষকেরা মনে করছেন এমন হতে পারে যে কন্যা চড়ুইরা এক্ষেত্রে বেশি সময় বাবা মায়ের পাশে থাকছে এটা ভেবে যে তাদের দরকার পড়লে তাদেরও পাশে তাদের সন্তানদের পাবে।