পুরো কেক নয়, একটা ছোট্ট টুকরোর দাম ২ লক্ষ ৩৯ হাজার টাকা
অবিশ্বাস্য মনে হলে ভুল কিছু নয়। কিন্তু এটা হয়েছে। একটা গোটা কেক নয়, কেকের একটা টুকরো বিক্রি হয়েছে এক অবিশ্বাস্য দামে।
কেকের দামই এত হওয়া মুশকিল। সেখানে একটা কেকের আবার একটা ছোট টুকরো। তার দাম কিনা এই পর্যায়ে পৌঁছতে পারে! অনেকেই বিশ্বাস করতে পারেননি। কিন্তু বাস্তবেই হয়েছে।
এমন এক অবিশ্বাস্য দামে কেকের টুকরোটা নিলামে বিক্রি হয়েছে যা বিশ্বাস করা কঠিন। কি আছে ওই কেকের টুকরোয়? এটাই স্বাভাবিক প্রশ্ন। কেকের টুকরোতে কিন্তু সোনাদানা, হিরে জহরত কিছু নেই। সাধারণ কেক।
১৯৪৭ সালের কেক। অর্থাৎ তা আর খাওয়ার যোগ্য নেই। তাও তার এত দাম! কারণ ১৯৪৭ সালে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে বিয়ে হয় যুবরাজ ফিলিপের।
সেই রাজকীয় বিয়ের কেক তৈরি হয়েছিল সে সময়ের ৫০০ পাউন্ড খরচ করে। তারপর সেই বিয়ের কেক টুকরো করে খাওয়া হয়। কয়েকজনের কাছে পাঠানোও হয়।
স্কটল্যান্ডের এডিনবারা-র হোলিরুট হাউসের দেখভালের দায়িত্বে তখন ছিলেন মারিয়ন পলসন। তাঁকে সেই রাজকীয় বিয়ের একটি টুকরো বাক্সে ভরে পাঠানো হয়েছিল। সেই টুকরোটি তিনি খেয়ে না ফেলে রেখে দিয়েছিলেন।
৭৭ বছর পর সেই বাক্সে ভরা কেকের টুকরোই নিলামে উঠল। নিলামে তার দাম চড়ল ২ হাজার ৮৩১ ডলার। ভারতীয় মুদ্রায় ২ লক্ষ ৩৯ হাজার টাকার আশপাশে।
ব্রিটিশ রাজপরিবারের বিয়ের কেকের টুকরো বলে কথা। তা সে খাওয়ার যোগ্য থাক বা না থাক, তা সংগ্রহে আছে এটাই অনেক মনে করেই তা বিক্রি হয়ে গেল মোটা টাকায়।