১টা ডিম বিক্রি হল ২১ হাজার টাকায়, কি আছে এই ডিমে
ডিমের দাম সকলের জানা। সেখানে ১টা ডিমের দাম ২১ হাজার টাকা এটা শুনে অবিশ্বাস্য মনে হলে ভুল নয়। কিন্তু এমনটা সত্যিই হয়েছে।
ডিমের দাম একটু ওঠানামা করে ঠিকই, তবে তা অতি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে। সেখানে ১টা ডিম যদি ২১ হাজার টাকায় বিক্রি হয় তাহলে তো অবাক হতেই হবে। প্রশ্ন উঠবে ওই ডিমে কি আছে?
উত্তর হল কিছুই নেই। ডিমটা ডিমের মতই। যেমন আর পাঁচটা হয়। তা সত্ত্বেও এই ডিমটিকে ১০০ কোটির মধ্যে ১টি বলে চিহ্নিত করা হচ্ছে। তাহলে কোথায় তার বিশেষত্ব?
ডিমটি একেবারেই গোলাকার। ডিম গোল হয়না। এটা সকলের জানা। কিন্তু এই ডিমটি একেবারে গোল। একটি আদর্শ গোলক আকারের ডিমটি।
ডিমটি আগে ছিল এক ব্যক্তির মালিকানাধীনে। তিনি সেটি ভারতীয় মুদ্রায় ১৬ হাজার টাকায় কিনেছিলেন। পরে তিনি সেটি দান করেন একটি দাতব্য সংগঠনকে। যারা কিশোর ও তরুণ বয়সের ছেলে মেয়েদের মানসিক সমস্যা দূরীকরণে কাজ করে চলেছে।
ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারে এই সংগঠন কাজ করে চললেও তাদের অর্থের প্রয়োজন অনেক। যাতে তারা আরও বেশি করে কিশোর ও তরুণদের কাছে পৌঁছে যেতে পারে। এজন্য তারা সিদ্ধান্ত নেয় তারা ওই ডিমটি নিলাম করবে।
ওই সংগঠন নিলাম সংস্থার সঙ্গে যোগাযোগ করে। তারপর সেই নিলাম সংস্থা ডিমটি নিলাম করে দেয়। যেখানে সেটির দাম ওঠে ২০০ পাউন্ড। ব্রিটিশ ২০০ পাউন্ডের সমতুল হল ভারতের ২১ হাজার টাকা।
আপাতত সেই গোলাকার দুষ্প্রাপ্য ডিমটি নিলাম হওয়ার পর ওই দাতব্য সংগঠনের হাতে কিছু অর্থের যোগান এসেছে। খবরটি সংবাদমাধ্যম বিবিসি-তে প্রকাশিত হওয়ার পর অনেক সংবাদমাধ্যমে তা প্রকাশিত হয়েছে।