স্কুলের বাথরুম থেকে সব আয়না সরিয়ে নিলেন হেডস্যার, কারণও জানালেন
একটি স্কুলের বাথরুমে থাকা সব আয়না সরিয়ে নেওয়া হল। কেন তা করা হল তা সবিস্তারে ব্যাখ্যা করেছেন ওই স্কুলের প্রধান শিক্ষক।

অনেক স্কুলের বাথরুমেই আয়না থাকে। বাথরুমে গেলে অনেকসময় সেই আয়না ব্যবহার করে ছাত্রছাত্রীরা। মুখ চোখে জল দিয়ে নিজেকে একবার আয়নায় দেখে নিতে পারে। কোনও শারীরিক সমস্যা হলে কি হচ্ছে তা আয়নায় দেখার চেষ্টা করে।
এমন নানা কারণে টয়লেটে আয়না লাগানো থাকে। এখন অনেক স্কুলে ছাত্রছাত্রীদের নানা পরিষেবা প্রদান করা হয় স্কুলের তরফ থেকে। একটি স্কুলের বাথরুমে অনেকগুলি আয়না লাগানো ছিল।
সেগুলি ছাত্রছাত্রীদের প্রয়োজনের কথা মাথায় রেখেই লাগানো ছিল। কিন্তু স্কুলের প্রধান শিক্ষকের নির্দেশে তা সরিয়ে ফেলা হয়। যা অভিভাবকদের একাংশ ভাল চোখে নিতেও পারেননি।
কেন আয়না সরানো হল তার কারণ অবশ্য জানিয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষক। তিনি জানিয়েছেন, দেখা যাচ্ছিল স্কুলের গুরুত্বপূর্ণ ক্লাসের সময় ছাত্রছাত্রীরা অনেকটা সময় বাথরুমে কাটাচ্ছে।
এমনকি দল বেঁধে কিছু ছাত্র আয়নার সামনে হাজির হচ্ছে। যা আবার অন্য ছাত্রদের বাথরুমে অস্বস্তির কারণ হচ্ছে। বাথরুমে অনেক ছাত্র অতিরিক্ত সময় লাগাচ্ছে। ফলে তাদের স্কুলে অধ্যয়নের অমূল্য সময় নষ্ট হচ্ছে।
যাতে ছাত্রদের সেই সময়টা নষ্ট না হয় সেজন্যই আয়না সরানো হয়েছে বলে জানিয়েছেন ইংল্যান্ডের ওয়েল্টনের উইলিয়াম ফার কম্প্রিহেনসিভ স্কুলের হেডস্যার। তাঁর মতে এতে ছাত্রদের মধ্যে পঠনপাঠনের ক্ষেত্রে সময়ানুবর্তিতার গুরুত্ব বাড়বে। যদিও এটা প্রথম নয়। এর আগেও স্কুলের বাথরুম থেকে আয়না সরিয়ে নেওয়ার মত পদক্ষেপ অন্য স্কুলও নিয়েছে।