World

অদ্ভুত কঙ্কালের পিছনটা মাছের লেজ, সমুদ্রতটে ভিনগ্রহী না জলপরী, রহস্য কাটল না

রহস্যটা রহস্যই রয়ে গেল। এক দম্পতিই এটি দেখতে পান। তাঁরা নিশ্চিত এটির ছবি না তুললে কেউ বিশ্বাসও করতনা। এটা কি সেটা এখনও রহস্যই রয়ে গেল।

শরীরের ওপরের অংশটা একটা কঙ্কালের মতন। বেশ ভয়ংকর দর্শন। এমন চেহারা তো ভিনগ্রহীদের হয়! অন্তত তেমনই অনুমান। সেইরকম একটা কঙ্কাল। চোখ, মুখ, নাক, ঘাড়, গলা, ২টি হাতের মতন এসবই কঙ্কালটির রয়েছে। অথচ পেটের কাছ থেকে একটি মাছের মতন। যেমন জলপরীদের হয়।

তবে কি এটা জলপরীরই কঙ্কাল! জলপরী কি সত্যিই আছে? নাকি এটা কোনও ভিনগ্রহীর কঙ্কাল? নাকি সামুদ্রিক কোনও জীব যার দেখা এই প্রথম পাওয়া গেল! কিছুই পরিস্কার নয়।


তবে ব্রিটেনের বাসিন্দা এক দম্পতি একটি সমুদ্রতটে কিছুক্ষণ হাঁটার জন্য অলস সময় কাটাতে এসে যা দেখলেন তা দুনিয়া জুড়ে হইচই ফেলে দিয়েছে। কারণ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। যা ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

এমন এক অতি অদ্ভুতদর্শন আপাত কঙ্কালটির চারধারে সামুদ্রিক প্রবাল ভর্তি ছিল। সমুদ্রের ধারে বালির ওপর এটি পড়েছিল। কিছুটা বালিতে চাপা। কিছুটা অংশ বেরিয়ে আছে।


ওই দম্পতি প্রথম দেখার পর অনেকেই এটি দেখে থমকে দাঁড়ান। কি সেটি বোঝার চেষ্টাও করেন। কেউ মনে করেন এটি কোনও জাহাজে লাগানো শিল্পকর্ম, যা জলে পড়ে গিয়েছিল।

কেউ মনে করেন এটি কোনও অদ্ভুত প্রাণি হতে পারে। কারও মনে এটি ভিনগ্রহী। তবে ব্রিটেনের কেন্ট-এর এই সমুদ্রতটে দেখা পাওয়া বস্তুটি যে কি তা এখনও পরিস্কার নয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button