রাতের আকাশে এগিয়ে চলেছে পাক খাওয়া রহস্যময় উজ্জ্বল আলো, তুঙ্গে জল্পনা
তবে কি পৃথিবীর কাছে এসেছিল ভিনগ্রহীদের যান? সেই যানই দেখা গেল আকাশে? একটি উজ্জ্বল আলো পাক খেতে খেতে এগিয়ে যাচ্ছে, এটা দেখার পর জল্পনা তুঙ্গে ওঠে।

রাতের পরিস্কার আকাশ। তারাগুলো চারিদিকে ঝলমল করছে। মেঘের চিহ্ন নেই। আচমকাই সেই রাতের আকাশে এক উজ্জ্বল আলো। আলোটা উজ্জ্বল শুধু নয়, পাকও খাচ্ছে। সর্পিল পাক।
আলোর বিন্দুকে ঘিরে তৈরি হয়েছে একটা পাক খাওয়া ধোঁয়াশার মত। আলোটা এক জায়গায় দাঁড়িয়ে নেই। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। দেরি করেননি অনেকেই। দেখামাত্র সেটির ছবি তুলে ফেলেছেন।
অনেকেই দাবি করেছেন এমন অবাক করা পাক খেতে থাকা আলো আকাশে তাঁরা কখনও দেখেননি। একদম অচেনা এটি। সে থেকেই তাঁদের অনেকের ধারনা তৈরি হয় এটি হয়তো ভিনগ্রহীদের যান।
জল্পনা শুরু হয় ভিনগ্রহীদের যান পৃথিবীর খুব কাছে চলে এসেছিল। ফলে তাদের যানটি দেখা গেছে। কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর অবশ্য সেটি অন্ধকার আকাশে হারিয়ে যায়। অনেকের মতে, কাছে এসেও ফিরে যায় ভিনগ্রহীদের যানটি।
উত্তর ব্রিটেন জুড়েই এই দৃশ্য দেখতে পেয়েছেন সেখানকার বাসিন্দারা। এমনকি সুইডেনের একাংশের বাসিন্দারাও আকাশে এই একই দৃশ্য দেখতে পেয়ে অবাক। পরে অবশ্য বিষয়টি পরিস্কার হয়েছে।
এটি যে কোনও ভিনগ্রহীদের যান নয়, তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। তাহলে ওটা কি? জানা গিয়েছে সেটি স্পেসএক্স-এর ফ্যালকন রকেট থেকে মহাকাশে ছুঁড়ে দেওয়া অতিরিক্ত জ্বালানি। সেটি আকাশে ঠান্ডার সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে জমে বরফ হয়ে যায়।
এরপর সেটি এগোতে এবং ঘুরতে থাকে। আর ওই যে উজ্জ্বল আলো! সেটা এল কোথা থেকে? সেটা এসেছে সূর্যের আলো থেকে। ওই জমাট বাঁধা জ্বালানির ওপর সূর্যের আলো পড়ে। সেই কারণেই সেটি অতটা উজ্জ্বল দেখায়।